BJP: মণিপুরে ঘোঁট মিটিয়ে বীরেন সিং মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ডের কুর্সি নিয়ে ঠাণ্ডা লড়াই

শেষ পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি (BJP), পুরনো মুখই ভরসা। ফের মুখ্যমন্ত্রী হিসেবে বীরেন সিংকেই বেছে নিলেন মোদী অমিত শাহ। তবে জটিলতা চলছে…

শেষ পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি (BJP), পুরনো মুখই ভরসা। ফের মুখ্যমন্ত্রী হিসেবে বীরেন সিংকেই বেছে নিলেন মোদী অমিত শাহ। তবে জটিলতা চলছে উত্তরাখণ্ডে।

রবিবার দুপুরে মণিপুরের বিজেপি পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন। তবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন সে ব্যাপারে বিজেপি মুখে কুলুপ এঁটে রইল।

সম্প্রতি বিজেপির কৌশল ভোটের আগে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করা। মণিপুরে অবশ্য বীরেনের নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে লড়াই করে বিজেপি। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এককভাবে ক্ষমতায় দখল করেছে বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা সামান্যই। সে কারণেই মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি ছিল সতর্ক।

বীরেন সিং ছাড়াও মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠেছিলেন দলেরই এক পুরনো নেতা বিশ্বজিৎ সিং। মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন ইয়ামনাম খেমচাঁদ নামে আরও একজন। খেমচাঁদ ও ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশেষ পছন্দের। শেষপর্যন্ত পরিষদীয় দলের বৈঠকে বীরেনই নেতা নির্বাচিত হন।

মণিপুরের সমস্যা কাটালেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে যথেষ্টই বেকায়দায় গেরুয়া দল। এ রাজ্যে বিজেপি জয়ী হলেও মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি হেরে গিয়েছেন। কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে যথেষ্ট সমস্যায় রয়েছে বিজেপি। দলের একাংশ তাই মুখ্যমন্ত্রী পদে ধামিকেই দেখতে চাইছেন। আবার দলের একাংশ একজন পরাজিত প্রার্থীকে মুখ্যমন্ত্রী করতে একেবারেই নারাজ। এই অবস্থায় উত্তরাখণ্ডের দলের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব যথেষ্ট বিপাকে পড়েছেন।

উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদে ফের সামনে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের নাম। যাঁকে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

রবিবার সকালে দলের শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লি গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাওয়াত ও বিদায়ী মুখ্যমন্ত্রী ধামি। সোমবার উত্তরাখণ্ডের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবে বিজেপি।