বিজেপির বিরুদ্ধে কী পরিকল্পনা নিচ্ছেন নীতীশ? ঘুম উড়েছে দিল্লির

বিধানসভা নির্বাচনের ফলাফলে শরীক দল বিজেপির তুলনায় প্রাপ্ত আসনে অনেক পিছিয়ে নীতীশ কুমারের দল৷ কিন্তু নরেন্দ্র মোদীর কথামতো বিহারের মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে নীতীশ কুমারকে৷…

Nitish Kumar

বিধানসভা নির্বাচনের ফলাফলে শরীক দল বিজেপির তুলনায় প্রাপ্ত আসনে অনেক পিছিয়ে নীতীশ কুমারের দল৷ কিন্তু নরেন্দ্র মোদীর কথামতো বিহারের মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে নীতীশ কুমারকে৷ কিন্তু বর্তমানে বিহার বিজেপির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন নীতিশ কুমার৷ তাতেই ঘুম উড়েছে দিল্লির নেতাদের৷

শোনা যাচ্ছে মঙ্গলবার সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ কুমার৷ সেদিনেই হয়তো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, রামচন্দ্র প্রসাদ সিংকে মন্ত্রীপদে দেওয়া নিয়ে অমত ছিল জেডিইউ প্রধানের৷ সেখান থেকেই ঘটনার সুত্রপাত৷ এবার তিনি জেডিইউ ছেড়েছেন৷ তাই দলের নেতাদের শিক্ষা দিতেই বৈঠক করবেন তিনি।

   

জেডিইউকে ডুবন্ত জাহাজ কটাক্ষ করে রামচন্দ্রর বার্তা ছিল, আমি যাতে কেন্দ্রীয় মন্ত্রী না হতে পারি সেজন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হয়েছে। এভাবে হিংসা মেটানো সম্ভব নয়৷ নীতিশ কুমার কোনও দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না৷ পাল্টা জবাব দিয়েছে জেডিইউয়ের অধ্যক্ষ রাজীব রঞ্জন৷ তিনি বলেন, ২০১৯ সালেই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা কেবিনেটে থাকব না৷ তাও কেন তিনি মন্ত্রীপদ বেছে নিলেন?

জল্পনা আরও তীব্রতর হয়েছে নীতীশ কুমারের একাধিক গতিবিধি নিয়ে৷ বিজেপির সঙ্গে দূরত্ব যে তিনি বাড়াচ্ছেন তার আন্দাজ মিলেছে। কারণ, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর মনোনয়নের সময় দেখা যায়নি নীতীশ কুমারকে৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিহার সফরে গেলেও তাঁদের সঙ্গে দেখা করেননি৷ এমনকি আজ নীতি আয়োগের বৈঠকেও দেখা যায়নি নীতীশ কুমারকে৷ এ থেকেই স্থিত হচ্ছে এনডিএ শিবিরে ফাটল ধরতে চলেছে।

রাজনৈতিক মহলের ধারণা, মঙ্গলবারেই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন নীতীশ কুমার। তবে কী বিহারে এবার সরকার বদল? অবশ্য এনিয়ে এখনই মুখ খুলতে নারাজ জেডিইউ নেতৃত্ব৷ তবে সম্পর্কের তিক্ততা আগের থেকে বেড়েছে একথা প্রকাশ্যেই সমর্থন করছেন তাঁরা।