Thiago Santos: স‍্যান্টোস’কে দলে নিয়ে চমক দিল নেরোকা

মুম্বই সিটি এফসি’র প্রাক্তন ফুটবলার স‍্যান্টোস’কে (Thiago Santos) দলে নিতে চলেছে নেরোকা এফসি। সূত্রের খবর অনুযায়ী একবছরের চুক্তিতে এই ফুটবলার যোগ দিতে চলেছেন এই ক্লাবে,পাশাপাশি…

Mumbai City FC footballer Santos

মুম্বই সিটি এফসি’র প্রাক্তন ফুটবলার স‍্যান্টোস’কে (Thiago Santos) দলে নিতে চলেছে নেরোকা এফসি। সূত্রের খবর অনুযায়ী একবছরের চুক্তিতে এই ফুটবলার যোগ দিতে চলেছেন এই ক্লাবে,পাশাপাশি চুক্তি বাড়ানোর সুযোগ থাকছে।খুব শীঘ্রই সংশ্লিষ্ট ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে।

দুক দে কাষ্কিয়াসে নিজের কেরিয়ার শুরু করেছিলেন স‍্যান্টোস।এরপর ব্রাজিলের অন‍্যতম সেরা ক্লাব ফ্ল‍্যামেঙ্গোয় যোগদান করেন তিনি ।তিন বছরের চুক্তি’তে পাঁচটি ম‍্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন।২০১৭-১৮ আইএসএলে খেলতে আসেন তিনি।মুম্বই সিটি এফসি’র হয়ে খেলেছিলেন ১৩ টা ম‍্যাচ, করেছিলেন ৫ টি গোল।

   

২০১৯ সালে চ‍্যাপেকোয়েন্সে যান এই ফুটবলার।দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি।এরপর ফের আরেকবার যান ফ্ল‍্যামেঙ্গোয়।২০১৯ সালে সেই ক্লাবের হয়ে জিতেছিলেন ব্রাজিলিয়ান রিও স্টেট চ‍্যাম্পিয়ানশিপ। মূলত লেফট উইংগার হিসেবে খেলেন এই ফুটবলার।পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতেও দারুণ পারেন তিনি।

প্রসঙ্গত, খুব শীঘ্র’ই ডেভিড সিমবোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নেরোকার তরফে।এর আগে এএফসি কাপে গোকুলামের হয়ে খেলেছিলেন তিনি। এমবি ফ্রিটাউনে খেলা শুরু করেছিলেন সিমবো,২০১১ সালে তিনি ইউরোপে যান।সুইডেনের তৃতীয় সারির ক্লাব মোটালা এফপি’তে যোগ দেন।পরবর্তী সময়ে সুইডেনের আরও একাধিক ক্লাবে খেলতে দেখা গেছে তাকে।

২০১৩ সালে আল হিলালে যোগদান করার পর সমর্থক’দের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করে এই ফুটবলার।পরবর্তী সময়ে সৌদি আরব,বেলারূশের বিভিন্ন ক্লাব খেলেন। গত মরশুমে তিনি যোগদান করেন গোকুলাম কেরালায়।খেলেছিলেন এএফসি কাপে।এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে তিনি সিয়েরা লিয়নে খেলেছিলেন তিনি।