East Bengal Vs Diamond Harbor FC: ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে

East Bengal Vs Diamond Harbor FC: মরশুমের প্রথম বড় ম্যাচে মহামেডানকে ২-১ গোলে ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান। প্রদর্শনী ম্যাচ হলেও এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল…

East Bengal Diamond Harbor FC

East Bengal Vs Diamond Harbor FC: মরশুমের প্রথম বড় ম্যাচে মহামেডানকে ২-১ গোলে ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান। প্রদর্শনী ম্যাচ হলেও এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। সেই উত্তেজনার ম্যাচে সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করলেন জনি কাউকো। আর মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক হালদার। বলাই বাহুল্য নৈহাটি গোল্ডকাপ গমগম করে উঠেছিল দুই প্রধানের লড়াইয়ে।

কিন্তু মোহনবাগান মহামেডান তো খেলল, ইস্টবেঙ্গলের কী হবে ? এই প্রশ্নই ভাবাচ্ছিলো নৈহাটিবাসীদের। তবে তাদের জন্য চলে এলো সুখবর। বাংলার ময়দানের আরেক প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল নৈহাটি স্টেডিয়ামে নামতে চলেছে আগামী ১৬ আগস্ট। আগেই জানা গেছিল ইস্টবেঙ্গল একটি প্র্যাকটিস ম্যাচ খেলতে ইচ্ছুক যাতে প্লেয়ারদের মধ্যে বন্ডিং তৈরি হয়। কোচ মনে করেন ম্যাচের পরিস্থিতি না পেলে ফুটবলারদের মধ্যে সঠিক বন্ডিং গড়ে উঠবে না।

আর সেই মর্মেই প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তবে প্রশ্ন হচ্ছে প্রতিপক্ষ কারা ? শুরুতে মুম্বাই সিটি এফসির নাম শোনা গেলেও আজকে পাকাপাকি ভাবে জানা গেল প্রতিপক্ষের নাম। আগামী ১৬ই আগস্ট ইস্টবেঙ্গল নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। ক্যালকাটা লীগের প্রথম ডিভিশনে দারুন ফল করেছিল ডায়মন্ড হারবার ক্লাব।

বলাই বাহুল্য এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকবে ফুটবলপ্রেমীরা। এই প্রসঙ্গে নৈহাটি গোল্ডকাপের আয়োজক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “আমাদের নৈহাটি গোল্ডকাপে মোহনবাগান মহামেডান খেলেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তবে নৈহাটিবাসীদের উদ্দেশ্যে জানিয়ে দিই আগামী ১৬ই আগস্ট ইস্টবেঙ্গল নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। ইস্টবেঙ্গল এই মাঠে খেললে দর্শকদের ষোলো কলা পূর্ণ হবে”।