Ukraine War: হাল্লা চলেছে যুদ্ধে… ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

ইউক্রেনের (Ukraine War) দখল নিতে বিশাল রুশ সেনাবহরের ছবি দেখে দুনিয়া শিহরিত। ছ’দিনেও দেশটিকে পরাজিত করতে পারেনি রাশিয়া। রাজধানী কিয়েভ এখনও অধরা রুশ প্রেসিডেন্ট পুতিনের। …

Ukraine War: হাল্লা চলেছে যুদ্ধে... ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

ইউক্রেনের (Ukraine War) দখল নিতে বিশাল রুশ সেনাবহরের ছবি দেখে দুনিয়া শিহরিত। ছ’দিনেও দেশটিকে পরাজিত করতে পারেনি রাশিয়া। রাজধানী কিয়েভ এখনও অধরা রুশ প্রেসিডেন্ট পুতিনের। 

পুতিনের নির্দেশে এবার কিয়েভ দখল করতে রুশ সেনার যে বিরাট বহর চলেছে তার ছবি  উপগ্রহ থেকে ছড়ায়। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহর এগিয়ে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইমেজিং কোম্পানি সোমবার একটি ছবি প্রকাশ করে। এই উপগ্রহ ছবিতে দেখা গেছে, কিয়েভ অভিমুখে বিশাল সেনাবহরটি এগিয়ে যাচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্সার টেকনোলজির দেওয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বহরটি কিয়েভের দিকে যাচ্ছে। এর আগে রবিবার আরেকটি উপগ্রহ চিত্রে দেখা যায়, রুশ সেনাবহরটি রাজধানী কিয়েভ থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল। সেনাবহরে অস্ত্র-সজ্জিত যান, ট্যাঙ্ক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে।

Advertisements

বিবিসি আরও জানাচ্ছে রাজধানী কিয়েভ থেকে আন্তোনোভের দূরত্ব কম করে হলেও ১৭ মাইল। বৃহস্পতিবার সেখানে তীব্র লড়াই হয়। ওই বিমানঘাঁটিতেই বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজটি ছিল, যা রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়। 

রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। এমনই দাবি ইউক্রেন সরকারের। রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করেছে। বহু রাশিয়ান সেনা মৃত। তাদের দেহ রেড ক্রসকে হস্তান্তর করা হচ্ছে।