Weather: তিলোত্তমায় নেই বৃষ্টির পূর্বাভাস, মার্চের শুরুতে ফর্মে বসন্ত

শীত বিদায় নিয়েছে। বঙ্গে এখন ভরা বসন্ত। তবে ভোরের দিকে কিছুটা ঠান্ডার আমেজ এখনও রয়েছে। গত সপ্তাহে বৃষ্টি হলেও এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।…

শীত বিদায় নিয়েছে। বঙ্গে এখন ভরা বসন্ত। তবে ভোরের দিকে কিছুটা ঠান্ডার আমেজ এখনও রয়েছে। গত সপ্তাহে বৃষ্টি হলেও এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজ্যের কয়েকটি জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস।

শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়লেই বাড়ছে গরম। আগামী ৫ দিন এমনই থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। এদিন রাজ্যের বেশিরভাগ এলাকায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।