জিটিএ নির্বাচনে ফের ভাঙন ধরল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) শিবিরে৷ মোর্চার কার্যকারী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন লোপসাং লামা। শুক্রবার নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দেন তিনি।
এই মুহুর্তে গোর্খা জনমুক্তি মোর্চা শিবিরে বিমল গুরুং ও রোশন গিরির পর সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন লোপসাং লামা। ক’দিন আগে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বিমল গুরুংয়ের অনশনের সময় তাঁর নেতৃত্বেই মোর্চার কেন্দ্রিয় কমিটির বৈঠক বসেছিল। কিন্তু বর্তমানে চিকিৎসার জন্য সিকিমে রয়েছেন গুরুং। এমনকি নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অনমনীয় অবস্থান নিয়েছেন গুরুং৷ তাই শেষ পর্যন্ত দল ছাড়লেন লেপসাং।
জিটিএ নির্বাচনের আগে এটা মোর্চার জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, শুক্রবার লোপসাং লামা জিটিএর জলঢাকা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দিয়ে লোপসাং লামা বলেন, “জিটিএর বিরোধীতা করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু এভাবে বিরোধীতা করে লাভ নেই। ভিতরে থেকে বিরোধীতা করতে হবে৷ সেজন্যই পাহাড়বাসীর কথা ভেবে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে জিতে জিটিএতে থেকেই তার বিরোধীতা করব”।