লক্ষ লক্ষ সেনা সমাবেশ করে ইউক্রেনকে কি নিশ্চিহ্ন করতে চান পুতিন? এমনই প্রশ্ন উঠছে খোদ রাশিয়াতেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে কর্মসূচি অনুসারে তিন লক্ষ সেনা সমাবেশ সম্পন্ন হয়েছে ইউক্রেন যুদ্ধের (Ukraine War) জন্য।
বিবিসির খবর, গত সেপ্টেম্বর মাসে আংশিক সেনা সমাবেশের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে।
রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, পুতিনের সঙ্গে বৈঠকের পর শোইগু বলেন, আপনি ৩ লাখ সেনা সমাবেশের যে কাজ দিয়েছেন তা সম্পন্ন হয়েছে। সংঘর্ষ চলছে এমন এলাকায় ইতিমধ্যে ৮২ হাজার সেনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪১ হাজার সেনাকে ইউনিটে মোতায়েন করা হয়েছে। শোইগু বলেন, বাকি ২ লক্ষ ১৮ হাজার সেনা এখন প্রশিক্ষণ নিচ্ছেন।
রয়টার্স জানাচ্ছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪৮ দিন একটানা চলছে দেশ দুটির সংঘাত। দু’পক্ষের বহু হতাহত।
ইউক্রেনের সংঘর্ষে রাশিয়া তাদের পরমাণু শক্তি প্রয়োগ করতে পারে বলেও আশঙ্কা। রুশ পরমাণু ইউনিটের মহড়া সরাসরি পর্যবেক্ষণ করেছেন পুতিন। কৃষ্ণসাগরের মধ্যে এই বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।