বিপর্যয় রুশ শিবিরে? এমনই প্রশ্ন বিশ্ব জুড়ে। দুনিয়ার অন্যতম শক্তিশালী রাশিয়ার সেনা অভিযানের জবাবে এবার ইউক্রেনের দাবি, তাদের মিসাইল হামলায় কমপক্ষে চারশ রুশ সেনা নিহত। ডোনেৎস্ক অঞ্চলে এমন ঘটেছে। এলাকাটি আপাতত রাশিয়ার দখলে। (Ukraine War)
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি সরাসরি স্বীকার না করলেও দোনেৎস্কের রুশপন্থী কর্তৃপক্ষ জানিয়েছে হতাহতের সংখ্যা অনেক। তবে নিশ্চিত সংখ্যা জানানো হয়নি।
বিবিসি জানাচ্ছে, নিহত রুশ সৈন্যের সংখ্যা প্রায় ৪০০ হতে পারে। রুশ অধিকৃত মাকিইভকা শহরের একটি স্কুলে ভবনে ইউক্রেনের মিসাইল আঘাত হানে। সেই স্কুলে ছিল রুশ সেনার ঘাঁটি।
স্থানীয় রুশপন্থী কর্মকর্তা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট দিয়ে ইউক্রেনের তরফে হামলা চালানো হয়। এটি ছিল এক বড় আঘাত। হতাহতের সংখ্যা গণনা করা হচ্ছে।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি করে তাদের আক্রমণে ৪০০ নিহত ছাড়াও আরও ৩০০ জন জখম। তবে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ এই দাবি অস্বীকার করে।