সম্প্রতি ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) এক নামী ফুটবলার সই করতে চলেছে কলকাতার কোনও বড়ো মাপের ক্লাবে। তবে কে তিনি। সেটা স্পষ্ট ছিল না এতদিন।
বেঙ্গালুরু এফসি ডুরান্ডকাপের আসরে যে দুর্দান্ত পারফরম্যান্স টা দিয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগে সেই পারফরম্যান্সের ধারেকাছে নেই তারা।এর ফলে একাধিক ফুটবলারকে দেখা গেছে সেই ক্লাব ছাড়তে, তালিকায় আছে হীরা মন্ডলের নাম।
দলে এত ভালো মানের দেশি – বিদেশি ফুটবলার থাকতেও ঠিক কোথায় সমস্যা হচ্ছে।সেটা উদ্ধার করতে পারছেনা কেউই।হয়তো কোচ সাইমন গ্রেসন কোচ ঠিকঠাক ভাবে দল চালনা করতে পারছেন না।
এই বেঙ্গালুরু এফসি এবার ছেড়ে দিল তাদের দলের ফুটবলার ফয়সল আলিকে। ২০২০-২১,২০২১-২২ মরশুমে মহামেডান স্পোর্টিংয়ে খেলেছিলেন ফয়সল।২০২২-২৩ মরশুমে বেঙ্গালুরু এফসিতে সই করেন ফয়সল। কিন্তু সেখানে ঠিকঠাক গেম টাইম পাচ্ছিলেন না তিনি।ডুরান্ডকাপে একটি গোল এবং একটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে। এই ফয়সল একটি লোন ডিলে মহামেডানে সই করেছেন ফের।
মহামেডানের হয়ে দারুণ পারফরম্যান্স দেন ফয়সল। ২৮ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছিলেন তিনি।আছে তিনটে অ্যাসিস্ট। এবার কেমন খেলেন তিনি, সেটাই দেখার বিষয়।