ATK Mohun Bagan: বাগানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এই তারকা কোচ

তার কোচিংয়ে চলতি মরশুমে বেশ কিছু ম‍্যাচ জিতলেও মাঝে প্রশ্ন উঠেছিল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দোর কোচিং পদ্ধতি সম্পর্কে। নর্থইস্ট ইউনাইটেডের মতো…

Eelco Schattorie

তার কোচিংয়ে চলতি মরশুমে বেশ কিছু ম‍্যাচ জিতলেও মাঝে প্রশ্ন উঠেছিল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দোর কোচিং পদ্ধতি সম্পর্কে। নর্থইস্ট ইউনাইটেডের মতো দলকে যেখানে ইন্ডিয়ান সুপার লিগের প্রায় প্রতিটি দল দুটো – তিনটে করে গোল দিয়েছিলেন, সেখানে এটিকে মোহনবাগান,গোল করা তো দুরের বিষয়, উল্টে ম‍্যাচ হেরে বসেছিলো।

বিরাট পরিমাণ অর্থ ব‍্যয় করে ফুটবলার নিয়ে এলেও প্রত‍্যাশা মতো ফলাফল দিতে পারেনি সবুজ মেরুন শিবির। কিন্তু মুম্বাই সিটি এফসি দেখুন,প্রতি ম‍্যাচে দুটো তিনটি ক‍রে গোল করছে। প্রায় প্রতি ম‍্যাচেই জয় পাচ্ছে তারা। তাদের দল ক‍রতে খরচ হয়েছে ৪০ কোটি। এটিকে মোহনবাগান খরচ করেছে ৫১ কোটি। এত বিরাট পরিমাণ টাকা খরচ করলেও আইএসএলের লিগ টেবিলের শীর্ষস্থান দখল করতে ব‍্যার্থ হয়েছে এটিকে মোহনবাগান।

এমন একটা সময় একজন সবুজ মেরুন সমর্থক ট‍্যুইট করে বলেন, এরকম একটা দল এলকো স‍্যাতোরিকে (Eelco Schattorie) কোচ করে দেওয়া হলে, দারুণ সফলতা পাবে এটিকে মোহনবাগান। সেই ট্যুইটের উত্তরে এলকো স্যাতোরি জানান তাকে যদি এরকম সুযোগ দিত এটিকে মোহনবাগান, তাহলে তিনি কনফার্ম চ‍্যাম্পিয়ান করতেন সেই দলকে।

এলকো স‍্যাতোরির আইএসএলের জার্নি শুরু নর্থইস্ট ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে। এরপর হেডকোচের দায়িত্ব নিয়ে নর্থইস্ট’কে প্রথম চারে শেষ করার সুযোগ করে দেয়।পরবর্তী সময়ে কেরালা ব্লাস্টার্সের কোচ হলে তেমন সফল হয়নি।