Ukraine War: চেচেন গোষ্ঠী নামল হামলায়, কিয়েভ দখলে জোরদার আক্রমণ নির্দেশ পুতিনের

যুদ্ধ আরও জোরদার করো। দখল করো ইউক্রেনের রাজধানী। এমনই নির্দেশ ক্রেমলিন থেকে পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। (Ukraine War) রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, সেনাবাহিনীকে আরও…

Ukraine War America is not on Ukraine's side

যুদ্ধ আরও জোরদার করো। দখল করো ইউক্রেনের রাজধানী। এমনই নির্দেশ ক্রেমলিন থেকে পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। (Ukraine War)

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, সেনাবাহিনীকে আরও কড়া হতে নির্দেশ পাঠানো হয়েছে। বিবিসির খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, আমাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বানচাল হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শনিবার  ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক  জানিয়েছে কিয়েভের পতন ঘটবে। হতাহতের সংখ্যা ক্রেমলিনের প্রত্যাশিত বা স্বীকার করার চেয়ে বৃহৎ হতে পারে।

ইউক্রেনে তৃতীয় দিনের মতো রুশ বাহিনীর হামলা চলছে। রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রামযান কাদিরভ বলেছেন, তিনি ইউক্রেনে তার যোদ্ধাদের পাঠিয়েছেন। তারা রুশ সেনাদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করবে।

কিয়েভের কাছে রাশিয়ার সেনা সহ এক যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এতে বহু সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে। তবে কোনও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য নেই।