Ukraine War: এবার ইউক্রেনের প্রথম হামলায় রাশিয়ায় গ্রাম তছনছ

শুরু হলো ইউক্রেনীয় প্রত্যাঘাত। রুশ সীমাম্ত পেরিয়ে ইউক্রেনের কামানের গোলায় ধংস পুরো গ্রাম। আসছে মৃত্যুর খবর। বিবিসি জানাচ্ছে, এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে। ইউক্রেন থেকে এই প্রথমবার রাশিয়ার মাটিতে হামলা (Ukraine War) শুরু হলো।

বিবিসি জানাচ্ছে, রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের হামলা হয়। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে,বেলগরদ অঞ্চলের সলোখিতে ইউক্রেনের গোলাবর্ষণের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

   

তাস আরও জানাচ্ছে, ইউক্রেনের হামলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। গ্রামে হামলার ঘটনা ঘটেছে তা ইউক্রেনের সীমান্তের খারকিভ থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত। একজন নিহত। আহত হয়েছেন আরও তিনজন।

রয়টার্স জানাচ্ছে,রাশিয়া থেকে ইউক্রেনের মধ্যে দিয়ে যেসব পাইপ লাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ হতো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লাইন বন্ধ করে দিচ্ছে ইউক্রেন। এই পাইপ লাইন দিয়ে ইউরোপে রাশিয়ার রপ্তানির এক তৃতীয়াংশ গ্যাস যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন