Black Hole : পৃথিবীর ছায়াপথে সূর্যের থেকেও কয়েক গুণ বড় কৃষ্ণ গহ্বরের সন্ধান

সাড়া পড়ে গিয়েছে বৈজ্ঞানিক মহলে। সূর্যের থেকেও কয়েক গুণ বড় কৃষ্ণ গহ্বর। তাও পৃথিবীর ছায়াপথ মিল্কিওয়ে-তে। এই প্রথম সেই কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের ছবি…

সাড়া পড়ে গিয়েছে বৈজ্ঞানিক মহলে। সূর্যের থেকেও কয়েক গুণ বড় কৃষ্ণ গহ্বর। তাও পৃথিবীর ছায়াপথ মিল্কিওয়ে-তে। এই প্রথম সেই কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভবপর করলেন বিজ্ঞানীরা।

পৃথিবীর ছায়াপথে যে কৃষ্ণ গহ্বর রয়েছে তার নাম Sagittarius A* বা sgrA*। এর অস্তিত্বের ব্যাপারে বিজ্ঞানীরা আগে অনুমান করলেও আগেও কখনও ছবি তোলা সম্ভব হয়নি। কারণ ব্ল্যাক হোল থেকে কখনও কিছু ফিরে আসে না। এমনকি আলোকরশ্মিও মিলিয়ে যায় কৃষ্ণ গহ্বরে।

Event Horizon Telescope এর সাহায্যে অসাধ্য সাধন করেছেন বিজ্ঞানীরা। প্রথমবার Sagittarius A* বা sgrA* এর ছবি তোলা হয়েছে। ইতিমধ্যে সেই ছবি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সাফল্যের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সংস্থা National Science Foundation (NSF)।

সোশ্যাল মিডিয়ায় এনএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের নিজস্ব কৃষ্ণ গহ্বর! জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রথম আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে বিরাজমান, অতিকায় ব্ল্যাক হোলের ছবি তুলতে পেরেছেন।’

আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা শুভেচ্ছা জানিয়েছে এনএসএফকে। টুইট করে বলা হয়েছে, “Congratulations to the @ehtelescope team on capturing the first image of Sagittarius A*, the black hole at the center of our galaxy!”
এই কৃষ্ণ গহ্বররি ভরে সূর্যের থেকে চার মিলিয়ন গুণ বেশি। পৃথিবী থেকে দূরত্ব ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার।