Bermuda Triangle : কলম্বাসের জাহাজের ওপর দিয়ে উড়ে গিয়েছিল এলিয়েন ! 

কলম্বাসের জাহাজের ওপর দিয়ে নাকি উড়ে গিয়েছিল ভিন্ন গ্রহের প্রাণীদের কোনো যান! বিস্ময়কর শুনলেও এমন ‘গল্প’ও শোনা যায়।  মিথ বা গল্প যাইহোক, বিষয়টা এরকম –…

কলম্বাসের জাহাজের ওপর দিয়ে নাকি উড়ে গিয়েছিল ভিন্ন গ্রহের প্রাণীদের কোনো যান! বিস্ময়কর শুনলেও এমন ‘গল্প’ও শোনা যায়। 

মিথ বা গল্প যাইহোক, বিষয়টা এরকম – জাহাজ নিয়ে বেরিয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস। পালতোলা নৌকা এসে পৌঁছেছে বারমুডা ট্রায়াঙ্গেল (Bermuda Triangle)  – এর কাছে। দ্বীপে ঘেরা সুবিশাল এই সাগরের অংশ পেরোনোর সময় তাঁর জাহাজের ওপর দিয়ে উড়ে যায় কিছু যন্ত্র বা আনবজেকটিফায়িং অবজেক্ট। 

বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বহু ঘটনা রয়েছে। উন্নত বিজ্ঞানের যুগেও এখনও রহস্যে ঘেরা সাগরের এই অংশ। কলম্বাসের জাহাজের ওপর দিয়ে সেদিন কী উড়ে গিয়েছিল বা আদৌ আনবজেকটিফায়িং অবজেক্ট উড়ে গিয়েছিল কি না সে ব্যাপারে হলফ করে কিছু বলা এখন সম্ভব নয়। তবে কলম্বাসের এই কাহিনী বারমুডা ট্রায়াঙ্গেল – এর রহস্য কুহেলিকাকে যে আরও জমাট করে সেটা বলাই বাহুল্য। 

বারমুডা ট্রায়াঙ্গলকে অনেকেই ডেভিলস আইল্যান্ডও বলে থাকেন। উত্তর আটলান্টিক সাগরের এই অংশে জাহাজ, বহু বিমান অদৃশ্য হয়েছে বলে শোনা যায়। এমনিতে এই জায়গা দিয়ে অহরহ বিমান কিংবা জাহাজের যাতায়াত এখনও রয়েছে। সঙ্গে রহস্যও রয়েছে।

এক ব্যাক্তি পেরেছিলেন বারমুডা ট্রায়াঙ্গেল থেকে ফিরে আসতে। অদ্ভুত তাঁর অভিজ্ঞতা। ছোটো বিমানে করে মায়ামির দিকে যাচ্ছিলেন তিনি। সাগরের ওপরে আশা মাত্র দেখতে পান ঘন হতে থাকা কুয়াশা অথবা মেঘ। কোনো রকমে বেরিয়েছিলেন সেখান থেকে। বিস্ময়ের ব্যাপার, সেদিন খুব তাড়াতাড়ি মায়ামিয়া পৌঁছে গিয়েছিলেন তিনি। ঘড়ির কাঁটা দেখে হতবাক হয়েছিলেন সেই ব্যাক্তি।