IPL : চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র ৯৮ রান তাড়া করেও কষ্টার্জিত জয় মুম্বইয়ের

IPL : টার্গেট মাত্র ৯৮ রানের। সেটাও তুলতে হিমশিম খেল মুম্বই ইন্ডিয়ান্স! বোলারদের স্বর্গরাজ্যে লো-স্কোরিং হলেও, একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। শেষ পর্যন্ত অবশ্য…

IPL : টার্গেট মাত্র ৯৮ রানের। সেটাও তুলতে হিমশিম খেল মুম্বই ইন্ডিয়ান্স! বোলারদের স্বর্গরাজ্যে লো-স্কোরিং হলেও, একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। শেষ পর্যন্ত অবশ্য হাসি মুখেই মাঠ ছেড়েছে মুম্বইকররা। সৌজন্যে তিলক বর্মা এবং হৃত্বিক শোকেন। মুম্বইয়ের কাছে ৫ উইকেটে হেরে অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশাটুকুও এদিন শেষ হয়ে গেল ধোনি ব্রিগেডের।

প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ১৬ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। তবে মহেন্দ্র সিং ধোনি রুখে না দাঁড়ালে হয়তো আরও করুণ অবস্থা হত সিএসকের। ৩৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন মাহি। চেন্নাইয়ের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অতিরিক্ত (১৫)-র। বিধ্বংসী বোলিং করেন ড্যানিয়েল স্যামস। দুই ওপেনার কনওয়ে এবং গায়কোয়াড, সঙ্গে মইন- চেন্নাই তিন ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরান এই বাঁহাতি পেসার। তখন স্কোরবোর্ডে মাত্র ৫ রান। এরপর মেরিডিথ এবং কুমার কার্তিকেয় নেন দুটি করে উইকেট। একটি উইকেট পান বুমরা।

জবাবে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটাও ভয় ধরিয়ে দিয়েছিল মায়ানগরীর সমর্থকদের। ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে মুম্বই। রোহিত শর্মা (১৮) ভালো শুরু করেও সিমারজিৎ সিংয়ের বলে খোঁচা দিয়ে বসেন। আর ঈশান কিষাণ, স্যামস এবং অভিষিক্ত ট্রিস্টান স্টাবস মুকেশ চৌধুরির শিকার হন। নিয়মিত উইকেট পড়তে থাকায় পরিকল্পনায় বদল আনেন ধোনিও।

এই দুই তরুণ পেসারকে দিয়ে প্রথমেই তাদের স্পেল শেষ করিয়ে দেন তিনি। অর্থাৎ দু’জনে আট ওভার বল করিয়ে দেন মাহি। তবে এবারের আইপিএলে অন্যতম সেরা আবিষ্কার তিলক বর্মা দলকে এগিয়ে নিয়ে যান জয়ের দিকে। তাঁকে দারুণ ভাবে সঙ্গ দেন হৃত্বিক শোকেন। মইল আলিকে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন শোকেন।

তখন মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৭ রান। টিম ডেভিডকে নিয়ে বাকি কাজটি সেরে ফেলেন তিলক। শেষ পর্যন্ত ৩২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি তরুণ ব্যাটার। ৩১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় মুম্বই।