Ukraine War: রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বার্তা জিনপিংয়ের, কী বলল চিন

ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো সদস্য দেশগুলিকে বারবার তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে বার্তা দিচ্ছে রাশিয়া। রুশ সরকারের হুমকি যেভাবে ন্যাটো জোট…

ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো সদস্য দেশগুলিকে বারবার তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে বার্তা দিচ্ছে রাশিয়া। রুশ সরকারের হুমকি যেভাবে ন্যাটো জোট ইউক্রেনকে অস্ত্র দিয়ে ছায়া যুদ্ধ চালাচ্ছে তার ফলে সংঘাতের ক্ষেত্র ইউরোপে ছড়াতে পারে।

Advertisements

এমন পরিস্থিতিতে আরও এক বিশ্বশক্তি চিন দিয়েছে বার্তা। রাশিয়ার ঘনিষ্ট চিন সরকারের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে আগ্রহী নয় বেজিং বরং ইউক্রেন সংঘাত কূটনৈতিক পন্থায় সমাধানের পক্ষে হোক। মঙ্গলবার চিনের বিদেশ বিদেশমন্ত্রক মুখপাত্র ওয়াং ওয়েনবিন একথা বলেন।

   

ওয়েনবিন বলেন, কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনাকে সমর্থন করা দরকার। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সাম্প্রতিক করা মন্তব্যের ব্যাপারে চিন এই বার্তা দিল।

রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জানিয়ে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি খুবই মারাত্মক ও বাস্তব।

চিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়েনবিনের মতে ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘায়িত হতে দেওয়া উচিত নয়। এ যুদ্ধ শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলছে। ওয়েনবিন বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই সহিষ্ণুতা দেখাবে এবং সংঘাত বৃদ্ধি রোধ করতে হবে।

রাশিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে ল্যাভরভ জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনও চুক্তিতে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বেশ প্রভাব ফেলবে।

তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো কতটুকু জরুরি? এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, রাশিয়া যে কোনও মূল্যে পারমাণবিক যুদ্ধ এড়ানোর নীতিতে স্থির থাকতে চায়। এটাই আমাদের মূল অবস্থান।