মমতা একাদশ: পার্থের অপসারণে রিজার্ভ বেঞ্চ থেকে উঠে আসতে পারে বাবুল

মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের পরেই নয়া মন্ত্রিসভা গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পার্থর পরিবর্তে শিল্প, তথ্য ও প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী কাকে করবেন…

মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের পরেই নয়া মন্ত্রিসভা গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পার্থর পরিবর্তে শিল্প, তথ্য ও প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী কাকে করবেন মমতা? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূল সূত্রে খবর, বিজেপি থেকে আসা মমতার আস্থাভাজন বাবুল সুপ্রিয়কে শিল্পমন্ত্রীর পদে বসাতে পারেন মমতা৷ কারণ, ২১ এ ক্ষমতায় এসে রাজ্যের শিল্পের বীজ বপনের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বাবুলের হাতে তুলে দেবেন মমতা? প্রশ্ন তৃণমূলের অন্দরে৷

রাজনৈতিক মহলের ব্যাখা, এর আগে মোদী কেবিনেটে ৭ বছর মন্ত্রী ছিলেন বাবুল৷ পরে মন্ত্রীপদ চলে যেতেই নিজেকে স্বচ্ছতার প্রতীক বলে দাবি করে বিজেপি ত্যাগ করেন তিনি। পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রয়াত সুব্রত মুখ্যোপাধ্যায়ের ক্যারিশমায় তৃণমূলের টিকিটে জয়লাভ করেন।

একইসঙ্গে আরও দুটি পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের থেকে পরিষদীয় মন্ত্রক কেড়ে নিয়ে প্রাক্তন মন্ত্রী তাপস রায়কেই সেই পদ ফিরিয়ে দিতে চলেছে তৃণমূল৷ তবে জল্পনা আরও জোরালো হয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক নিয়ে৷ সেই পদে কি সোহম চক্রবর্তীকে আনতে পারে তৃণমূল?

২০১৬ এর নির্বাচনে অভিনেতা সোহম চক্রবর্তী পরাজিত হলেও তাঁর ওপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা সোহমকে নন্দীগ্রামের পাশ্ববর্তী চন্ডীপুর আসনে প্রার্থী করেছিলেন৷ পরে নন্দীগ্রামে মমতা পরাজিত হলেও মানরক্ষা করেছিলেন সোহম।