স্পাইডারম্যান ইজ ব্যাক-ভারতীয় উইঙ্গার আবারও East Bengal ক্লাবে

আগামী ২ আগস্ট থেকে নতুন ইনভেস্টার ইমামিকে নিয়ে পথচলা শুরু ইস্টবেঙ্গলের (East Bengal )। তার আগে কাল সরকারি বিবৃতির মাধ্যমে প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কন্সাসটাইনকে…

Brandon Vanlalremdika

আগামী ২ আগস্ট থেকে নতুন ইনভেস্টার ইমামিকে নিয়ে পথচলা শুরু ইস্টবেঙ্গলের (East Bengal )। তার আগে কাল সরকারি বিবৃতির মাধ্যমে প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কন্সাসটাইনকে ইস্টবেঙ্গলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে । এরপর থেকে দল গঠনে চমক দেখতে পাচ্ছে ভারতীয় ফুটবল মহল ।

গতকালের পর আজকেও বহু ভারতীয় ফুটবলারের নাম উঠে আসছে । তারই মধ্যে অন্যতম এক নাম পাহাড়ি উইঙ্গার ব্রেন্ডন ভানলারেমদিকা (Brandon Vanlalremdika ) । তার এর আগেও লাল হলুদ জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে । ২০১৭-১৮ মরশুমে তিনি ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগ ও আই লীগের প্রতিনিধিত্ব করেছেন । জল্পনাটা শুরু হয়তো আজকে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল জার্সিতে তার একটা পোস্টকে ঘিরে হয়েছে। তিনি এই পোস্ট করার পর নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন৷

Brandon Vanlalremdika

খবর সূত্র , ব্রেন্ডন এখন ফ্রি এজেন্ট । গত মরশুমে কলকাতার আরেক প্রধান মোহামেডান এসসির হয়ে তিনি অসাধারণ ফুটবল খেলেছিলেন । তিনি নিজে দক্ষতায় লেফট উইং দিয়ে অনবদ্য ফুটবল খেলে গোটা বছর মোহামেডানের হয়ে ২৩ টি ম্যাচে চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেন । কলকাতার এই প্রধানকে কলকাতা লিগ জিততেও মাঝমাঠে সাহায্য করেছিলেন তিনি ।

আপাতত ইস্টবেঙ্গল তরফ থেকে ব্রেন্ডন এর সম্বন্ধে কোন খবর আসেনি । কিন্তু একটা জল্পনা থেকেই যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া পোস্টের পর । তাহলে কি লাল-হলুদ সমর্থকরা তাদের স্পাইডারম্যান কে আবারও পুনরায় ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাবে ??ো