IPL : বিরাট ব্যর্থতা অব্যাহত, ব্যাটিং ভরাডুবিতে ফের হার আরসিবির

সানরাইজার্স হায়দরাবাদ মাচের (IPL) দুঃস্বপ্ন কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থানকে চেপে ধরেও ব্যাটিং ভরাডুবির জন্য ফের হারের কবলে আরসিবি। সেইসঙ্গে ব্যর্থতার বৃত্ত…

সানরাইজার্স হায়দরাবাদ মাচের (IPL) দুঃস্বপ্ন কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থানকে চেপে ধরেও ব্যাটিং ভরাডুবির জন্য ফের হারের কবলে আরসিবি। সেইসঙ্গে ব্যর্থতার বৃত্ত ছেড়ে বের হতে পারলেন না বিরাটও। লো-স্কোরিং ম্যাচে ২৯ রানে রয়্যালদের হারাল সঞ্জু ব্রিগেড।

টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠানোর যে সিদ্ধান্ত ফাফ ডু প্লেসি নিয়েছিলেন, তা যথার্থ প্রমাণ করলেন বোলাররা। দুরন্ত ছন্দে থাকা জস বাটলার সহ প্রথম সারির কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। বাটলার, পাডিক্কাল ও অশ্বিনের উইকেট খোয়ানোর পর অবশ্য অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রাজস্থান। কিন্তু অযথা রিভার্স সুইপ মারতে গিয়ে হাসারাঙ্গাকে নিজের উইকেট উপহার দিয়ে আসেন সঞ্জু।

তবে তরুণ তারকা রিয়ান পরাগের উইলো এদিন জ্বলে ওঠে। তারকাদের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে দেখা দেন ডানহাতি পরাগ। মাত্র ৩১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তিনি। আইপিএলের ইতিহাসে এটিই তাঁর সর্বোচ্চ রান। সেইসঙ্গে পিঙ্ক সিটির ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে যান ১৪৪ রানের ভদ্রস্থ স্কোরে। রাজস্থানের আটটি উইকেটের মধ্যে দুটি করে ভাগ করে নেন সিরাজ, হ্যাজেলউড ও হাসারাঙ্গা। একটি পান হর্ষল। অপরটি রানআউট।

ব্যর্থতার জেরে অনুজ রাওয়াতকে এদিন প্রথম একাদশে রাখেনি আরসিবি। ফলে ফাফের সঙ্গে ইনিংসের সূচনা করেন বিরাট। প্রথম ওভারে তাঁর ব্যাট থেকে দুটি চার এলেও, শুরু থেকেই বেশ নড়বড়ে ছিলেন বিরাট। ১০ বলে মাত্র ৯ রান করে দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি ফাফও। আর এক তারকা গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন প্রথম বলেই। গত ম্যাচে সানদের বিরুদ্ধে যেরকম ব্যাটিং বিপর্যের কবলে পড়েছিল আরসিবি, এদিনের চিত্রটাও অনেকটা এক ছিল। দীনেশ কার্তিক দুর্ভাগ্যবশত রানআউটের শিকার হন।

১৪৫ রানের লক্ষ্যমাত্রা মোটেও বিশাল কিছু নয়। বিশেষ করে আরসিবির তারকাখচিত ব্যাটিং লাইনআপের কাছে। কিন্তু বিরাট ব্যর্থতা হয়তো বড়সড় প্রভাব ফেলছে দলে। টিমের সবথেকে বড় তারকার ক্রমাগত ব্যর্থতায় মানসিক ভাবেও হয়তো বিপর্যস্ত করছে আরসিবিকে। রজত পাতিদার, সুয়াস প্রভুদেশাইদের মতো তরুণরাও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ। বাংলার শাহবাজ আহমেদও এদিন বিশেষ কিছু করতে পারেননি।

অশ্বিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। নবাগত কুলদীপ সেনও তিনটি উইকেট নেন। ফাফ ও ম্যাক্সির পাশাপাশি শেষ দিকে ভয়ঙ্কর হয়ে ওঠা হাসারাঙ্গাকে (১৩ বলে ১৮ রান) ফেরান এই ডানহাতি পেসার। পাশাপাশি তাঁর চতুর্থ শিকার হর্ষল প্যাটেল। প্রসিদ্ধ কৃষ্ণা নেন দুটি উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় আরসিবি।