Ukraine War: মৃত বন্ধুর দেহ ফেলে বাংলাদেশে ফিরলেন নাবিকরা, সম্বল ভয়াবহ অভিজ্ঞতা

Bangladeshi sailors rescued and returned their country

ইউক্রেনের (Ukraine War) অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ জন নাবিক অবেশেষে বাংলাদেশে ফিরেছেন। বুধবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে তাদের বহনকারী টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট।

এই নাবিকরা যুদ্ধের মাঝে পড়েছিলেন। তাদের জাহাজে মিসাইল পড়েছিল। এক নাবিকের মৃত্যু হয়। তাঁর নাম হাদিসুর রহমান। তার দেহ এখনও ফেরানো যায়নি।

   

russia-army

বাংলাদেশ শিপিং কর্পোরেশন মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ডেনিশ কোম্পানি ডেল্টা কর্পোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। ভারতের মুম্বই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। সেখান থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির।

এর মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে অলভিয়া সমুদ্রবন্দরে ২৯ জন নাবিক নিয়ে জাহাজটি আটকে পড়ে। গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। সাগরের ওই বন্দর এলাকায় রাশিয়া মাইন পুঁতে রাখায় জাহাজটি বের করা যাচ্ছিল না। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির মধ্যে নাবিকদের প্রতিটি মুহূর্ত কাটে চরম আতঙ্কে।

নাবিকদের উদ্ধার করতে বাংলাদেন সরকার পদক্ষেপ নেয়। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরানো হয়। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন