Mankading নিয়ে বড় সিদ্ধান্ত, বলে ব্যবহার করা যাবে না লালারস

ম্যানকাডিং (Mankading) নিয়ে বড় সিদ্ধান্ত নিল Marylebone Cricket Club (MCC)। এখনও পর্যন্ত ম্যানকাডিং ‘ অনফেয়ার প্লে ‘ হিসেবে গণ্য করা হতো। সে নিয়মে এবার বদল…

ম্যানকাডিং (Mankading) নিয়ে বড় সিদ্ধান্ত নিল Marylebone Cricket Club (MCC)। এখনও পর্যন্ত ম্যানকাডিং ‘ অনফেয়ার প্লে ‘ হিসেবে গণ্য করা হতো। সে নিয়মে এবার বদল আনা হয়েছে। 

এমসিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০১৭ সালে ক্রিকেটীয় নিয়মাবলীতে বদল নিয়ে আসার পর অনেক পরিবর্তন এসেছে। ২০১৯ সালে নিয়মে অল্প কিছু বদল করা হয়েছিল। কিন্তু ২০২২ সালে ক্রিকেটীয় নিয়ম নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’ 

   

বিবৃতিতে বলা হয়েছে, ‘বলের লালারস বা থুতু ব্যবহারের চল রয়েছে। নতুন নিয়মে এই অভ্যাসে বদল আনা হয়েছে। বলের সারফেস ঠিক করার জন্য আর থুতু ব্যবহার করা যাবে না। নিয়ম লাগু হয়ে যাওয়ার পর কেউ তা করলে সেটা বল বিকৃতি করার সমান অপরাধ হিসেবে গণ্য করা হবে।’ 

ম্যানকাডিং প্রসঙ্গে বলা হয়েছে যে আগামী দিন থেকে এই বিষয়টা রান আউট হিসেবে বিবেচিত হবে। এছাড়াও ডেড বল, ফিল্ডারের মুভমেন্ট, খেলোয়াড় বদল ইত্যাদি ক্ষেত্রেও নিয়ম বদল আনা হয়েছে এমসিসির পক্ষ থেকে।