Hira Mondal: হাতে মায়ের ট্যাটু হীরার, উচ্ছসিত অনন্যা সম্মানে

স্পোর্টসের সাথে যাঁরা যুক্ত তাদের ট্যাটুপ্রেম নতুন কিছু নয়। সুনীল ছেত্রী, বিরাট কোহলি থেকে শুরু করে লিওনেল মেসি, রোনাল্ডো সকলের শরীরেই আছে ট্যাটু। কিন্তু ইস্টবেঙ্গলের…

SC East Bengal

স্পোর্টসের সাথে যাঁরা যুক্ত তাদের ট্যাটুপ্রেম নতুন কিছু নয়। সুনীল ছেত্রী, বিরাট কোহলি থেকে শুরু করে লিওনেল মেসি, রোনাল্ডো সকলের শরীরেই আছে ট্যাটু। কিন্তু ইস্টবেঙ্গলের হীরা মন্ডল (Hira Mondal) একটু আলাদা। জেনে নিন কেন ?

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইস্টবেঙ্গলের আবিষ্কারের হীরা মন্ডলের হাতে মায়ের ট্যাটু আঁকা। এছাড়াও রয়েছে বুকে। মায়ের একাধিক ট্যাটু নিয়ে মাঠে নামেন এবারের আইএসএলে লাল হলুদের সেরা ফুটবলার। কেন মায়ের ট্যাটু করালেন? এই প্রসঙ্গে হীরা বলেন, “খেলার জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। বাড়িতে থাকার খুব বেশি সুযোগ পাই না। মাকে ভীষণ মিস করি। যখন মায়ের কথা মনে হয়, তখনই ট্যাটু দেখে নিই। মন ভাল হয়ে যায়।” ছেলের হাতে নিজের ট্যাটু দেখে কেমন লাগে? হীরার মা বাসন্তী মণ্ডল বলেন, “এইসব করতে আমি ওকে বারণ করেছিলাম। বলেছিলাম এসবের দরকার নেই। কিন্তু ও শোনেনি।” বাসন্তীদেবীর কথায়, “সব ম্যাচ দেখি। সন্ধে সাতটার মধ্যে টিভির সামনে বসে পড়ি। কেউ আমাকে সরাতেই পারবে না। প্রত্যেক ম্যাচেই ছেলের জয় চাই। ও ভাল খেলুক চাই। কিন্তু খেলায় হার জিত তো আছেই।” 

মঙ্গলবার বৈদ্যবাটি থেকে মাকে নিয়ে যোগ দেন আইএফএর অনুষ্ঠানে। আন্তর্জাতিক নারী দিবসে মা অনন্যা সম্মানে ভূষিত হওয়ায় দারুণ খুশি লাল হলুদের ডিফেন্ডার। তাঁর কথায়, “আজকের বিশেষ দিনে মাকে এই সম্মান দেওয়া হয়েছে। আমি খুবই খুশি। হয়ত ভবিষ্যতে আরও অনেক পুরস্কার পাব। কিন্তু আজকে আমার জন্য মাকে পুরস্কৃত করা হয়েছে, এটা আমার কাছে দারুণ অনুভূতি।”