IPL 2022: আরসিবিতেই এবি ডি’ভিলিয়ার্স !

২০২১ আইপিএলের পরই ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেন এবি ডি’ভিলিয়ার্স। জানিয়ে দেন আইপিএলেও আর খেলবেন না। কিন্তু সেই পুরোনো দলেই আবার ফিরছেন তিনি। তবে…

২০২১ আইপিএলের পরই ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেন এবি ডি’ভিলিয়ার্স। জানিয়ে দেন আইপিএলেও আর খেলবেন না। কিন্তু সেই পুরোনো দলেই আবার ফিরছেন তিনি। তবে এবার (IPL 2022) বাইশ গজের বাইরেই কামব্যাক করলেন তিনি। এবার তাঁর মূল ভূমিকা আরসিবির ড্রেসিংরুমে। 

২০১১ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্য তিনি। তাই তাঁকে কোনও না কোনও ভাবে দলের সঙ্গে যুক্ত রাখতে চাইছে আরসিবি ম্যানেজমেন্ট। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর করা হচ্ছে ডি’ভিলিয়ার্সকে। শোনা যাচ্ছে শীঘ্রই মেন্টর হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার এবি।আইপিএলের প্রথম তিন বছর দিল্লিতে খেলেন। তারপর থেকে বেঙ্গালুরুর ঘরের ছেলে হয়ে গিয়েছেন ডি’ভিলিয়ার্স। কাটিয়ে ফেলেছেন ১০ বছর।

মোট ১৮৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। করেছেন ৫১৬২ রান। ৩টি শতরান করেছেন। রয়েছে ৪০টি অর্ধশতরান। তার থেকেও বড় বিষয় হল, আরসিবিকে একাধিক হারা ম্যাচ জিতিয়েছেন। ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয় এবিকে। তাই ঘরের ছেলেকে হাতছাড়া করতে নারাজ বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।‌ ডি’ভিলিয়ার্সকে নতুন ভূমিকায় দেখা শুধুই সময়ের অপেক্ষা।