Ukraine War: যুদ্ধ থামাতে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

যুদ্ধ থামাতে মরিয়া ইউক্রেন। রাশিয়ার প্রস্তাব তাই কার্যত মেনে নিল তারা। বেলারুশ সীমান্তেই হবে বৈঠক। রবিবার ভারতীয় সময় দুপুর দু’টো নাগাদ রাশিয়া ইউক্রেনকে আলোচনায় বসার…

Ukraine War: যুদ্ধ থামাতে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

যুদ্ধ থামাতে মরিয়া ইউক্রেন। রাশিয়ার প্রস্তাব তাই কার্যত মেনে নিল তারা। বেলারুশ সীমান্তেই হবে বৈঠক। রবিবার ভারতীয় সময় দুপুর দু’টো নাগাদ রাশিয়া ইউক্রেনকে আলোচনায় বসার প্রস্তাব জানায়। মস্কো স্পষ্ট জানায়, তারা ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ বেলারুশে জেলেনস্কি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়।

আরও পড়ুন : Ukraine War: এবার কি পরমাণু বিস্ফোরণ? নিষ্ক্রিয় বাহিনীকে হাই অ্যালার্টে রাখল রাশিয়া

রাশিয়ার ওই প্রস্তাব পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়ে দেন, ইউক্রেন আলোচনায় বসতে রাজি আছে। তবে তাদের একটি শর্ত আছে। রাশিয়া সেই শর্তের কথা জানতে চাইলে জেলেনস্কি জানিয়ে দেন, তাঁরা পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। কিন্তু বেলারুশে তাঁরা যাবেন না।

Ukraine War: যুদ্ধ থামাতে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

বেলারুশে যেতে কেন আপত্তি জেলেনস্কি তাও স্পষ্ট করে দেন। জেলেনস্কি জানিয়েছেন, বেলারুশের মধ্য দিয়েই রুশ সেনা ইউক্রেন অনুপ্রবেশ করেছে। ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সব ধরনের সাহায্য করেছে এই দেশ। তাই বেলারুশে তিনি কখনওই আলোচনায় বসবেন না। বেলারুশের নাম উড়িয়ে দেওয়ার পাশাপাশি জেলেনস্কি আলোচনায় বসার জন্য পাঁচটি বিকল্প জায়গার নাম জানান।

Advertisements

আরও পড়ুন : Ukraine War: বেলারুশ নয় অন্যত্র রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

জেলেনস্কি বলেন, বুদাপেস্ট, বাকু, ইস্তানবুল ব্রাতিস্লাভা, ওয়ারশের মত যে কোনও জায়গায় তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। কিন্তু দেশের শান্তির জন্য শেষ পর্যন্ত রাশিয়ার প্রস্তাব কার্যত মেনে নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বেলারুশ সীমান্তেই তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি হলেন।