Ukraine War: এবার কি পরমাণু বিস্ফোরণ? নিষ্ক্রিয় বাহিনীকে হাই অ্যালার্টে রাখল রাশিয়া

ইউক্রেনের উপর রাশিয়ার থাবা ক্রমশ চেপে বসছে। রাশিয়ার বোমা আর মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক বিল্ডিং। ইউক্রেনের রাস্তায় চলছে রুশ ট্যাঙ্ক। ইউক্রেনের উপর…

ইউক্রেনের উপর রাশিয়ার থাবা ক্রমশ চেপে বসছে। রাশিয়ার বোমা আর মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক বিল্ডিং। ইউক্রেনের রাস্তায় চলছে রুশ ট্যাঙ্ক। ইউক্রেনের উপর রাশিয়ার এই আগ্রাসী মনোভাব কোনওভাবেই মেনে নিচ্ছে না ইউরোপ। জার্মানি সামরিক সাহায্যের আশ্বাস দিয়েছে। ফোর্স পাঠাচ্ছে ন্যাটো। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু প্রতিরোধক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার আশঙ্কা, ইউক্রেনকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমের দেশগুলি। রাশিয়াকে আক্রমণের জন্য তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তাই পরমাণু নিষ্ক্রিয় বাহিনীকে হাই অ্যালার্টে রাখছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: Ukraine War: দেশকে রক্ষা করতে হাতে অস্ত্র তুলে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

ইউক্রেনের প্রধান দুটি শহর- রাজধানী কিয়েভ আর খারকিভের অবস্থা শোচনীয়৷ খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছে, শহরে সামরিক যান প্রবেশ করেছে। একটি ফুটেজে দেখা গেছে যে কয়েকটি রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রুশ সেনা শহরের কেন্দ্রস্থলে রয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি এলাকার বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার কথা বলেছেন। এও জানিয়েছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সেনাদের ঠেকাতে ততপর। নাগরিকরা যেন কোনওভাবেই রাস্তায় না বের হন।

এদিকে কিয়েভে ইউক্রেনের সেনা রাশিয়ার অগ্রযাত্রাকে আটকে রেখেছে বলে খবর। শহর থেকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। রাতভর বোমা পড়েছে কিয়েভে। সকালে খবর পাওয়া গিয়েছে ভাসিলকিভের কাছে একটি তেলের ডিপোয় আক্রামণ চালিয়েছে রাশিয়া। খারকিভের দানিলিভকা জেলায় একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা৷ ২৭ ফেব্রুয়ারি ভোর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে৷