Ukraine War: ইংল্যান্ডের পাঠানো মিসাইল ছুঁড়ে রুশ কপ্টার দু টুকরো করল ইউক্রেন

UK missile shoots down Russian helicopter in Ukraine war

ইউক্রেনীয় সেনার মিসাইল হামলায় (Ukraine War) রাশিয়ার একটি হেলিকপ্টার দু ভাগে কেটে গেল। দ্য টাইমস জানাচ্ছে,ইউক্রেনের বাহিনী যে স্টারস্ট্রিক মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে সেটি ইংল্যান্ডের দেওয়া।

হামলায় রাশিয়ার এমআই-২৮এন মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দৃশ্য সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইউক্রেন বাহিনীর মিসাইল রাশিয়ার হেলিকপ্টারের পেছনের অংশে আঘাত করে। এর পরই দু ভাগ হয়ে যায় হেলিকটারটি। দ্য টাইমস জানিয়েছে, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রুশ হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন বাহিনী।  

   

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বলছে, প্রায় এক সপ্তাহ আগে ইংল্যান্ডের স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম ইউক্রেনে সরবরাহ করা হয়।  এই প্রথম রুশ বাহিনীর বিরুদ্ধে এই মিসাইল ব্যবহার করা হলো। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন