যে মুসলমানরা ভারতের খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে তাদের কড়া দাওয়াই: ঈশ্বরাপ্পা

ভারতের ভাত-ডাল খাবেন আর পাকিস্তানের নামে জয়ধ্বনি দেবেন, এটা চলবে না। এমনই মন্তব্য করলেন কর্নাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)। সোমবার বেঙ্গালুরুতে…

KS Eshwarappa

ভারতের ভাত-ডাল খাবেন আর পাকিস্তানের নামে জয়ধ্বনি দেবেন, এটা চলবে না। এমনই মন্তব্য করলেন কর্নাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)।

সোমবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে কংগ্রেসের সমালোচনা করে ঈশ্বরাপ্পা বলেন, স্বাধীনতার পর থেকেই এই দল সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করে চলেছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিজেপি হিন্দুত্ববাদে বিশ্বাস করে এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে, বিজেপি মুসলিম বিরোধী। মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছেন। স্বাধীনতার জন্য তাঁরা নিজেদের প্রাণ দিয়েছেন। এরা আমাদের কাছে অত্যন্ত নমস্য ব্যক্তি। এঁদের মত প্রকৃত বিপ্লবী ছিলেন বলেই দেশ আজ স্বাধীন হয়েছে।

   

তিনি বলেন, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ভারতের ডাল-ভাত খাচ্ছেন আর পাকিস্তানের নামে জয়ধ্বনি দিচ্ছেন তাদের কোনওভাবেই সহ্য করা যায় না। যারা ভারতের খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলবেন তাদের এই বেয়াদবি বরদাস্ত করা হবে না। সরকার এই দেশ বিরোধীদের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ করবে। তবে কড়া পদক্ষেপ বলতে কি বোঝাতে চাইছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ঈশ্বরাপ্পা।

কর্নাটকের মন্ত্রী ঈশ্বরাপ্পা যে এ ধরনের মন্তব্য প্রথমবার করলেন তা নয়। কিছুদিন আগেও তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন। যে কারণে বিশেষ আদালত এই মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগে তদন্তের নির্দেশ দেয়।