UK: ব্রিটেনের ক্ষমতায় ফের বরিস নাকি ঋষি

ব্রিটেনে (UK) নতুন করে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। প্রায় ছয় সপ্তাহ, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিজ ট্রস। তারপর থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনে লিজ ট্রসের…

ব্রিটেনে (UK) নতুন করে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। প্রায় ছয় সপ্তাহ, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিজ ট্রস। তারপর থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনে লিজ ট্রসের অন্যতম প্রতিদ্বন্দ্বী ঋষি সুনককে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার মাঝেই সুনককে বার্তা বরিস‌‌ জনসনের।

ফের ১০ ডাউনিং স্ট্রিটে ফিরতে মরিয়া বরিস। সুনককে উদ্দেশ্য করে তাঁর বার্তা, আগামী দিনে তাঁর নেতৃত্বেই কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসবে। ২০২৪ সালের নির্বাচনে সেই বদল আসতে চলেছে বলেও দাবি করেন বরিস। 

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন লিজ ট্রস। এরপরেই ১০ ডাউনিং স্ট্রিট থেকে তিনি ঘোষণা করলেন,আমি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে ইস্তফা দিচ্ছি। পরর্বতী নেতা নির্বাচিত হওয়ার আগে অবধি প্রধানমন্ত্রী থাকব। ব্রিটেনের আর্থিক সংকটের বিষয়টিকেই প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর মূল কারণ হিসাবে দেখানো হয়।

এরপরেই ঋষি সুনককে আলোচনা শুরু হয়েছে। সুনকের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারেন বরিস। তবে তাঁর বিরুদ্ধে গত তিন মাস আগেই কোভিডপর্বে নিয়ম ভেঙে মাদক পার্টিতে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে বরিসের বিরূদ্ধে। সেই মামলা এখনও বিচারাধীন। এমত অবস্থায় তাঁর নির্বাচনে লড়াই করা অসম্ভব। কিন্তু ঋষি সুনকের সমর্থকদের দাবি, নির্বাচনে লড়াইয়ের জন্য তাঁর কাছে যথেষ্ট সমর্থন রয়েছে। 

তবে, সাম্প্রতিককালে জনমত সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ২০২৪ সালে কনজ়ারভেটিভদের হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে লেবার পার্টি। ওই সমীক্ষায় শাসকদলের নেতাদের মধ্যে গ্রহণযোগ্যতার নিরিখে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। দলকে ক্ষমতায় ফেরানোর আশায় শেষ পর্যন্ত টোরি এমপিদের বড় অংশ তাঁর পাশে দাঁড়াতে পারেন বলে মনে করা হচ্ছে।