রবিবাসরীয় T20 World Cup-এ ভারত-পাকিস্তান মহারণ, কতটা প্রস্তুত দুই দল?

রবিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান মহারণ। বৃষ্টির আশঙ্কা থাকলেও মেগা ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে রোহিত শর্মা ও বাবর আজমের দল। প্রস্তুত…

India-Pakistan

রবিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান মহারণ। বৃষ্টির আশঙ্কা থাকলেও মেগা ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে রোহিত শর্মা ও বাবর আজমের দল। প্রস্তুত ‘যুদ্ধক্ষেত্র’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডও। বরাবরের মতই এই ম্যাচের উত্তেজনার পারদ শুধু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যেই নয়, ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে।

গত বছর টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার তকমাও হাত ছাড়া হয়েছিল। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভারতকে মাত দিয়েছিল পাকিস্তান। এবার একদিকে বাবর-শাহিনরা চাইছে গতবারের ফল পুনরাবৃত্তি ঘটাতে। অপরদিকে, টিম ইন্ডিয়ার লক্ষ্য হারের বদলা।

ভারতের বদলার ম্যাচ: ভারতের বদলার ম্যাচ- ম্যাচের আগে অনুশীলনে ভারতীয় দলকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। বড় ম্যাচের আগে কোনও চাপ নিতে নারাজ রোহিত শর্মার দল। ক্রিকেটারদের উপর বাড়তি চাপ না দিতে শুক্রবার মেলবোর্নে ঐচ্ছিক অনুশীলন করে ভারতীয় দল।

লড়াই দিতে প্রস্তুত পাকিস্তান: ভারতের বিরুদ্ধে শেষ সাক্ষাতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। যা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাবর আজম-শাহিন আফ্রিদিদের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ট্রাই সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে পাক দল

একনজরে দেখে নেওয়া যাক ভারত পাকিস্তান দুই দলের সাক্ষাৎকারে কে এগিয়ে কে পিছিয়ে ?
ভারত জিতেছে ৫৫ বার পাকিস্তান জিতেছে ৭৩ বার , ড্র হয়েছে ৪ বার
টি-২০ তে ৯ ম্যাচে ভারত ৬ বার পাকিস্তান ২ বার, ড্র ১ বার
৫০ ওভার ক্রিকেটে বিশ্বকাপের নিরিখে মোট ৭ ম্যাচ
৭টিতেই জয় পেয়েছে ভারত, যা এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড
টি-২০ ওয়ার্ল্ড কাপে ৬টি ম্যাচে ৪ বারই জিতেছে ভারত,১ বার মাত্র জিতেছে পাকিস্তান, ড্র হয়েছে ১বার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচে ২টিতে জয় ভারতের
৩টিতে জয় পেয়েছে পাকিস্তান
এখন দেখার রবিবাসরীয় মেগা লড়াইয়ে কে জয়লাভ করে।