Tripura: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলের ধাক্কা রাজমহলে, উপমুখ্যমন্ত্রী পরিচয় মুছলেন জিষ্ণু

তেমন একটা সক্রিয় ছিলেন না। তবে উপমুখ্যমন্ত্রীর মকো গুরুত্বপূর্ণ পদে ছিলেন ত্রিপুরা রাজ পরিবারের সদস্য জিষ্ণু দেববর্মা। শনিবার মুখ্যমন্ত্রী পদে পরিবর্তনের পর অলক্ষ্যে নীরবে টুইটার…

তেমন একটা সক্রিয় ছিলেন না। তবে উপমুখ্যমন্ত্রীর মকো গুরুত্বপূর্ণ পদে ছিলেন ত্রিপুরা রাজ পরিবারের সদস্য জিষ্ণু দেববর্মা। শনিবার মুখ্যমন্ত্রী পদে পরিবর্তনের পর অলক্ষ্যে নীরবে টুইটার থেকে ডেপুটি চিফ মিনিস্টার লেখা মুছে দেন তিনি। এর পরেই প্রশ্ন, এবার এই পদেও নতুন মুখ বসাতে চলেছে শাসক দল বিজেপি।

রবিবার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার শপথ অনুষ্ঠানে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অনুষ্ঠানের পর তিনি নীরবে বেরিয়ে যান। এর পরেই তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা বাড়ল। নিজের প্রোফাইল শুধু বিধায়ক পদটাই রেখেছেন তিনি।

কিছুদিন আগেই জিষ্ণু দেববর্মার ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে সাংসদ গৌতম গম্ভীর এবং দিগ্বিজয় সিংদের সঙ্গে অভব্য আচরণ করতে দেখা যায় তাকে। ভিডিও ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে।

এদিকে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করার পরেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী রামচন্দ্র পাল। বিপ্লব দেবের বিরোধী বলে পরিচিত রামচন্দ্র। শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে রাগ দেখিয়ে বিজেপিই না ছেড়ে দেন তিনি। শুধুমাত্র রামচন্দ্র নয়, শোনা যাচ্ছে আরও তিন বিধায়ক রয়েছে সেই তালিকায়। তাই তাঁদেরকে আটকাতে উপমুখ্যমন্ত্রী পদে বদল আনতে চলেছে বিজেপি, প্রশ্ন আগরতলার রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, মানিক সাহার মন্ত্রকে ১১ জন বিধায়ককে মন্ত্রী করা হতে পারে। সেখানে কী রামচন্দ্র পালের মতো নেতাদের গুরুত্ব দেওয়া হবে যদিও বিক্ষুব্ধদের দিকে তাকিয়ে রয়েছে বিরোধীরা। দলবদলের চরম আশঙ্কায় নাটকের নতুন আসতে চলেছে ত্রিপুরায়।