Weather: নির্ধারিত সময়ের ৪ দিন আগেই রাজ্যে বর্ষা ঢুকছে

বর্ষা নিয়ে সুখবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে যে রবিবার বর্ষা ঢুকছে আন্দামান সাগরে। সেইসঙ্গে জানানো হয়েছে কেরালাতেও সময়ের আগেই শুরু হবে বর্ষার…

বর্ষা নিয়ে সুখবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে যে রবিবার বর্ষা ঢুকছে আন্দামান সাগরে। সেইসঙ্গে জানানো হয়েছে কেরালাতেও সময়ের আগেই শুরু হবে বর্ষার ধারাপাত। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই কেরালায় বর্ষা ঢুকছে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি পশ্চিমবঙ্গেও সময়ের আগেই বর্ষা ঢুকতে চলেছে?

মৌসম ভবন জানিয়েছে ২৭ মে কেরালায় বর্ষা ঢুকবে। ইতিমধ্যে বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। যদিও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। এর পাশাপাশি কলকাতায় বর্ষায় জল যন্ত্রণা রুখতে তৎপর পুরসভা। জল রুখতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। বর্ষায় যাদবপুর, বেহালায় জল জমলে আর পদে থাকবেন না বলে চ্যালেঞ্জ করেছেন তারক সিংহ।

   

যদিও রবিবার অবধি দেশের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আইএমডি। বলা হয়েছে, রবিবার দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে জম্মুতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৩.৫ ডিগ্রি। সেইসঙ্গে রাজস্থানের বেশ কয়েকটি জেলায় একটি লাল সতর্কতা জারি করা হয়েছে।