সম্প্রতি দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। উদয়ন গুহর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল ফরওয়ার্ড ব্লক। এবার তার পাল্টা জবাব দিলেন বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিধায়ক জানিয়েছেন, সুভাষ ভবন ফরওয়ার্ড ব্লক তৈরি করেনি। যাঁরা করেছিলেন, তাঁরা সবাই এখন তৃণমূলে।
সম্প্রতি কোচবিহারে জেলা পার্টি অফিসের একাংশ ভাড়া দেয় ফরওয়ার্ড ব্লক। দলের তরফে জানানো হয়, বিকল্প আয়ের জন্য একটি পলিক্লিনিককে ভাড়া দেওয়া হয়েছে। এনিয়ে কটাক্ষ ছুড়ে দেন উদয়ন গুহ। এনিয়ে তিনি জানান, আমি যখন দলে ছিলাম তখন অ্যাকাউন্টে ভাল টাকা ছিল, তা কোথায় গেল। আমি থাকলে এমন হত না।
ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর অভিযোগ করেন, ২০১৫-য় তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লকের তত্কালীন জেলা সম্পাদক উদয়ন গুহ সদস্যপদের চাঁদার ১৫ হাজার টাকা ও ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি দিনহাটার সুভাষ ভবন দখল করে সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা তছরুপ করেছেন।