East Bengal : সম্ভবত এই মাসেই স্পনসরের নাম ঘোষণা করবেন কর্তারা

চলতি মাসে কিছুটা স্বস্তি পেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। মে মাসে স্পনসরের নাম ঘোষণা করতে পরে ক্লাব। ফুটবল মহলে এমনটাই কানাঘুষো। ফুটবল মহলের একাংশের…

চলতি মাসে কিছুটা স্বস্তি পেতে পারেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। মে মাসে স্পনসরের নাম ঘোষণা করতে পরে ক্লাব। ফুটবল মহলে এমনটাই কানাঘুষো।

ফুটবল মহলের একাংশের ধারণা মে মাসে স্পনসরের নাম ঘোষণা করা হতে পারে। তবে এই স্পনসরই আগামী দিনের বিনিয়োগকারী কোম্পানি কি না সে ব্যাপারে স্পষ্ট কোনও তথ্য আপাতত পাওয়া যায়নি। শুধু অনুমান চলতি মাসে বড় কোনো ঘোষণা করা হতে পারে ক্লাবের পক্ষ থেকে। 

বিনিয়োগকারী প্রসঙ্গে লাল হলুদ সমর্থকরা যে আশা করেছিলেন সেটা এখনও পূরণ হয়নি। কবে পূরণ হবে না আদৌ হবে কি না সে ব্যাপারেও অনেকের মনে প্রশ্ন রয়েছে। কারও কারও দাবি ছিল যে লিগ বা টুর্নামেন্টে স্পনসর থাকতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের। সেই ভাবনার ভিত্তির ওপর মনে করা হচ্ছে চলতি মাসে স্পনসরের নাম জানানো হতে পারে।

ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, টুর্নামেন্ট ভেদে স্পনসর পেতে পারে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের জন্য পৃথক স্পনসর আসতে পারে তাঁবুতে। তেমনই অন্যান্য টুর্নামেন্ট যেমন, কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড – এর প্রতিযোগিতায় অন্য বিনিয়োগকারী কোম্পানি বা কোম্পানিগুলো ক্লাবের দিকে বাড়িয়ে দিতে পারে সাহায্যের হাত।

কো-স্পনসরের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ, বলা ভালো বসুন্ধরা সম্ভাবনা এখনও রয়েছে পুরোদস্তুর। এছাড়াও শোনা যাচ্ছে ভারতীয় এক নামকরা কোম্পানি এবং ইস্টবেঙ্গলের প্ল্যান বি- এর কথা।