HomeUncategorizedমমতা সরকারের বর্ষপূর্তিতে তৃণমূল-বিজেপি মিছিল, কলকাতায় হাঙ্গামা আশঙ্কা

মমতা সরকারের বর্ষপূর্তিতে তৃণমূল-বিজেপি মিছিল, কলকাতায় হাঙ্গামা আশঙ্কা

- Advertisement -

বিধানসভা ভোটে জিতে গতবছর ২ মে তৃতীয়বার সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। সরকারের একাদশতম বর্ষপূর্তিতে একাধিক কর্মসূচি রয়েছে শাসক দলের৷ শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। শহরের বুকে পড়ল একাধিক পোস্টার।

রবিবার সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার এমনকি ডোরিনা ক্রসিংয়ে পোস্টার পড়ে। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

   

২ মে শহরের বুকে বড় মিছিল করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। প্রায় ৫০ হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিলের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ৪২ টি সাংগঠনিক সভাপতিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ওই দিন শহীদ পরিবারের সদস্যদের নিয়ে হিন্দ সিনেমা থেকে রাণী রাসমণি অবধি মিছিল করবে গেরুয়া শিবির।

মিছিলে উপস্থিত থাকার কথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের সাংসদরা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারকে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলকে কড়া টক্কর দিতে চায় বিজেপি।

ভোটের পর কর্মীরা বসে যায়নি। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত পরিবারগুলি আক্রান্ত হয়েছে তাঁদের পাশে বিজেপির রয়েছে। রেকর্ড সংখ্যক লোক নিয়ে মিছিল করবে বিজেপি। বার্তা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular