ব্যাথা থেকে মুক্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন তেজপাতার তেল

তেজপাতার (Bay leaves) রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।মাথা ও গাঁটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা।নানা রকম অসুস্থতা…

Traditional Home Remedies Using Bay leaves oli

তেজপাতার (Bay leaves) রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।মাথা ও গাঁটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা।নানা রকম অসুস্থতা ছাড়াও বাড়ির পরিবেশ দূষণদূ মুক্ত ও শান্ত রাখতেও ব্যবহার করা হতো তেজপাতা। সেই তেজপাতা তেল বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও।

কী ভাবে বানাবেন তেজপাতার তেল
২৫০ মিলি অলিভ অয়েল ও ৩০ গ্রাম তেজপাতা নিন। তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণ কাচের জারে ঢেলে কোনও অন্ধকার জায়গায় ২ সপ্তাহ রেখে দিন।

   

এই ২ সপ্তাহ জার বেশি নাড়াচাড়া করবেন না। শুধুমাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন। ২ সপ্তাহ পর পাতলা কাপড়ে এই তেল ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা কোনও জায়গায় রেখে দিন।

Advertisements

হাঁপানিতে কষ্ট পাচ্ছেন? এই ঘরোয়া টোটকাগুলিতে উপকার পেতে পারেন ।যখনই প্রয়োজন হবে ব্যথার জায়গায় এই তেল লাগিয়ে নিন।

তেজপাতার আরও কিছু গুণ:-
অ্যাসপিরিনের বদলে ব্যবহার করতে পারেন তেজপাতা। পেট ব্যথা কমিয়ে খিদে বাড়াতেও সাহায্য করে তেজপাতা।
ত্বকের যে কোনও সমস্যাতেও উপকারী তেজপাতা তেল।
মস্তিষ্কের কার্যক্ষর্য মতা বাড়তেও সাহায্য করে তেজপাতা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News