TMC: তৃণমূলে থাকার ইচ্ছা নেই, বিধায়ক তাপস রায়ের বক্তব্যে চাঞ্চল্য

বিধায়ক তাপস রায় (Tapas Roy) তৃ়ণমূল কংগ্রেস (TMC) ত্যাগ করতে চলেছেন। তাঁর তৃণমূলে থাকার ইচ্ছে নেই আর। এমনই জানালেন দলীয় কর্মীদের। বরানগরের বিধায়ক তাপস সরকারের…

বিধায়ক তাপস রায় (Tapas Roy) তৃ়ণমূল কংগ্রেস (TMC) ত্যাগ করতে চলেছেন। তাঁর তৃণমূলে থাকার ইচ্ছে নেই আর। এমনই জানালেন দলীয় কর্মীদের। বরানগরের বিধায়ক তাপস সরকারের এমন মন্তব্যের পিছনে উঠছে প্রশ্ন, তিনি কি বিজেপি তে যোগ দিতে চলেছেন? নাকি দুর্নীতির ইস্যুতে জর্জরিত দল, এই অবস্থার কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ?

Advertisements

এদিন এক সভা থেকে তৃণমূল বিধায়ক বলেন, আর কয়েকটা বছর হয়ত। বেশিদিন রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছাও নেই। থাকবও না। সেটা আমি গত নির্বাচনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছি। এবার দলকে জানানো বা বলা শুধু।যখন তিনি একথা বলছেন, তখন তাঁর বক্তব্যকে অসমর্থন করেন দলের কর্মীরাই। তবুও নিজের বক্তব্যে অনড় ছিলেন চৌরঙ্গীর বিধায়ক।

   

 

তাপস রায় দীর্ঘ সময় ধরে উত্তর কলকাতার সংগঠনও দেখতেন। এখন সেই তাপস রায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বার্তায় রাজনৈতিক মহল সরগরম।

তাপস রায় বলেন, আপনারা ছাড়বেন না। কিন্তু আমি ছাড়ব। আমাকে ধরে রাখা খুব কঠিন। দলকে শুধু জানানোর বিষয়… তা দলকে জানিয়ে দেব… ঠিক সময় মতো। খুব শীঘ্রই দলকে নিজের সিদ্ধান্ত জানাবেন। এমনটাই জানিয়েছেন বিধায়ক।