রোজ ইডি, সিবিআই গা সওয়া হয়ে গেছে, অনুব্রতর গ্রেফতারিতে দল বলুক: মদন মিত্র

বিভিন্ন দুর্নীতির মামলায় একে একে দলীয় সতীর্থদের হেফাজতে নিচ্ছে তদন্তকারী সংস্থা৷ ইডি হেফাজতে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। এর পর সিবিআই জালে অনুব্রত মণ্ডল। প্রবল বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস। বিব্রত আরও এক চর্চিত বিধায়ক মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানান, দল যা বলার বলবে৷

Advertisements

তবে মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে রেয়াত করবেন না তার সবচেয়ে বড় প্রমাণ হল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবুও তাঁকে সমস্ত দলীয় পদ থেকে সরানো হয়েছে। এমনকি তার পদের অবলুপ্তি ঘটানো হয়েছে৷

অনুব্রত মণ্ডলকে সমস্ত পদ থেকে সরানো হবে? মদন মিত্র বলেছেন, এখনই পদ থেকে সরানোর কথা নিয়ে বলা ঠিক হবে না৷ তবে দলীয় কৃতকর্মের কারণে যদি সরকারকে বিড়ম্বনায় পড়তে হয় তাহলে সরকার পদক্ষেপ নেওয়া হবে৷

Advertisements

মদন মিত্র বলেন, অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বিন্দুমাত্র বিচলিত নন৷ তাঁর কথায়, যেভাবে প্রতিদিন তৃণমূলের কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। রোজ ইডি, সিবিআই গা সওয়া হয়ে গেছে৷

গোরু পাচারকান্ডে অনুব্রত মণ্ডলকে বোলপুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে আসানসোলের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। ইসিএলে গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনটাই সিবিআই সূত্রে খবর৷ রাজ্য জু়ড়ে শোরগোল। বিরোধীরা তীব্র কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস সরকারকে।