Stephen Constantine: কনস্টানটাইন দলের লড়াকু মানসিকতা তৈরি করবেন- অর্ণব

গত দু’বছর আইএসএলে ভালো পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল। এবার অবশ্য স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) হাতে দল তুলে দিয়েছেন লাল-হলুদ কর্তারা। এবার কি হবে? প্রাক্তন ফুটবলার…

former footballer arnab mondal

গত দু’বছর আইএসএলে ভালো পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল। এবার অবশ্য স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) হাতে দল তুলে দিয়েছেন লাল-হলুদ কর্তারা। এবার কি হবে? প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের মতো অপর প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল মনে করছেন, গত দুবছরের থেকে এ বছর ভালো পারফরম্যান্স করবে ইস্টবেঙ্গল। কারণ এবার ইস্টবেঙ্গলের দায়িত্বে তাদের স্টিফেন স্যার।

এই প্রসেঙ্গ জিজ্ঞাসা করা হলে অর্ণব বলেন, ‘ ইস্টবেঙ্গল কী রেজাল্ট করবে সেটা বলতে পারছি না ।তবে এইটুকু বলতে পারি। গত দুবছর ইস্টবেঙ্গল যেমন খেলেছিল তার থেকে এ বছর ভালো ফুটবল উপহার দেবে। কারণ এবার যে ভারতীয় ফুটবলার নিয়েছে তাতে আমি খুশি। যেটুকু দেখলাম তাতে দলটাকে ভালো লেগেছে।’

একই সঙ্গে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল যদি আইএসএলে ভালো পারফরম্যান্স করতে চায় তাহলে তাদের অবশ্যই ভালো স্ট্রাইকার নিতে হবে। সেই সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডার নিতে হবে ভালো মানের । যদি ভালো স্ট্রাইকার না নেয় তাহলে অবশ্য তেমন পারফরম্যান্স করতে পারবে না।’

কোচ স্টিফেন প্রসঙ্গে অর্ণব বলেন,‘স্টিফেনের অধীনে ফুটবল খেলেছি। আমি জানি কেমন অনুশীলন করান। আমি নিশ্চিত এই দলটার মধ্যে একটা লড়াকু মানসিকতা তৈরি করে দেবে পাশাপাশি শৃঙ্খলা থাকবে দলের মধ্যে ।তবে

তবে ডুরান্ডের পারফরম্যান্স দেখে অবশ্য কিছুই বোঝা যাবে না । ৫-৬ টা ম্যাচ বুঝতে সময় লেগে যাবে। কলকাতার মাঠে খেলবে। সমর্থকদের চাপ থাকবে ।সমর্থকরা সবসময় প্রিয় দলের জয় দেখতে চায়। এই সমস্ত চাপ কাটিয়ে দলটা তৈরি হতে সময় লাগবে। কনস্টানটাইনকে সময় দিতে হবে। পাশাপাশি দলটাকেও সময় দিতে হবে। তাহলে একসময় এই দলটাই ভালো ফুটবল খেলবে বলে মনে করছি।’