Mohammedan SC: দীপেন্দুর বড় ভরসা ওসুমানে

তিনি মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) ফুটবল সচিব। ক্লাবের নানা প্রশাসনিক কাজেও তাকে ব্যস্ত থাকতে হয়। কিন্তু তার বাইরেও দীপেন্দু বিশ্বাসের আরও এক বিশেষ গুণ আছে।…

Dipendu Biswas has great trust in osumane

তিনি মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) ফুটবল সচিব। ক্লাবের নানা প্রশাসনিক কাজেও তাকে ব্যস্ত থাকতে হয়। কিন্তু তার বাইরেও দীপেন্দু বিশ্বাসের আরও এক বিশেষ গুণ আছে। সেটা তার ফুটবল বোধ এবং ফুটবলারের দক্ষতা পরিমাপ করতে পারা। সেই দক্ষতাতেই তিনি গতবছর থেকে মহমেডানের দল গড়ার কাজে মূখ্য ভূমিকা নিচ্ছেন। একজন ফুটবলার সম্পর্কে দীপেন্দুর পর্যবেক্ষণ ও মূল্যায়নের ক্ষমতা ময়দানে বহুচর্চিত এবং স্বীকৃতও।

বৃহস্পতিবার মহমেডান স্পোর্টিংয়ের এবছরের দল নিয়ে কথা বলার সময় ক্লাবের নতুন ডিফেন্ডার সেনেগালের ওসুমানে এন দিয়া সম্পর্কে উচ্ছ্বসিত দীপেন্দু। বললেন, “অলিম্পিক লিও-র অ্যাকাডেমির প্রোডাক্ট।যে অ্যাকাডেমি থেকে করিম বেঞ্জেমা, স্যামুয়েল উন্মিতির মত আন্তর্জাতিক ফুটবলার বেরিয়েছে সেই অ্যাকাডেমিতে খেলা শেখা ফুটবলারের খেলার মান যে সাধারণের চেয়ে ওপরে থাকবে সেটা স্বাভাবিক।”

মোহনবাগান আর চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের কোয়ালিফায়ার খেলা ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। ওর খেলা দেখে দীপেন্দুর তার সময়ে ইস্টবেঙ্গলে খেলা স্যামি ওমোলোর কথা মনে পড়ছিল। “ভীষণ ঠান্ডা মাথা, অ্যান্টিশিপেশন ও ট্যাকলিংয়ের নিখুঁত সময়জ্ঞান, শূন্যের বলেও অনায়াস স্বাচ্ছন্দ্য-অনেকটা ওমোলোর মত। তবে ওমোলোর চেয়ে একটা জায়গায় ওসুমানে এগিয়ে থাকবে। তা হল সেট-পিস থেকে গোল করার দক্ষতা। আমার ধারণা ওসুমানে শুধু এবছরের মহমেডানের বড় ভরসা নয়, ভারতীয় ফুটবলে, আইএসএল ধরেই বলছি, সেরা ডিফেন্ডারদের একজন হয়ে উঠবে।”

দীপেন্দুর মতে গতবছরের চেয়েও দল এবার শক্তিশালী। তার অন্যতম কারণ যদি ওসুমানে হয়, আর একটা কারণ তাজিকিস্থানের সেন্ট্রাল মিডফিল্ডার নুরুদ্দিন দারভোনভ। দীপেন্দু বলছেন, “নুরুদ্দিন এই মুহূর্তে এশিয়ার সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম।” আর এদের সঙ্গে দলের শক্তি আরও বাড়াতে আসছেন রেড স্টার বেলগ্রেডের প্রাক্তন স্ট্রাইকার ৩৪ বছর বয়সী আবিওলা দাউদা। যার ঝুলিতে রয়েছে ইউরোপের ফুটবলে ৪০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আর ১৫০-র কাছাকাছি গোল করার দক্ষতা। কলকাতায় দাউদা-র পৌঁছনোর কথা ১৩ অগস্ট। ডুরান্ড কাপে দলের প্রথম ম্যাচ ১৬ অগস্ট। দীপেন্দু নিশ্চিত, প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে।