Mohun Bagan: কামিন্স আসতেই বাগান সংসার ছাড়ার পরিকল্পনা এই তারকার

সবুজ-মেরুন (Mohun Bagan) পরিবার থেকে এবার ওডিশা এফসির (Odisha FC) পথে আরও এক পা বাড়ালেন তারকা ফুটবলার লিস্টন কোলাসো (Liston Colasso)।

Mohunbagan_Tiri_liston

সবুজ-মেরুন (Mohun Bagan) পরিবার থেকে এবার ওডিশা এফসির (Odisha FC) পথে আরও এক পা বাড়ালেন তারকা ফুটবলার লিস্টন কোলাসো (Liston Colasso)। তার এজেন্ট মারফত এমনটাই শোনা যাচ্ছে এবার। তাই সব ঠিকঠাক থাকলে আগত ফুটবল মরশুমে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বদলে সদ্য সুপার কাপ জেতা ওডিশা এফসির জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ভারতীয় তারকা কে।

অবাক লাগলেও এটাই সত্যি। গত কয়েক মরশুম পর্যন্ত তিনি আইএসএলের সবচেয়ে ভ্যালুয়েবল খেলোয়াড় থাকলেও শেষ কিছু মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। একটি মরশুমে তার ঝলক দেখা গেলেও নামের প্রতি আর সুবিচার করা সম্ভব হয়নি তার পক্ষে। এমনকি শেষ মরশুমে ও তার পরিবর্তে আশিক কুরুনিয়ান কে নামিয়ে ম্যাচ খেলিয়েছেন ফেরেন্দো। স্বাভাবিকভাবেই তার ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন।

   

এসবের মাঝেই গত মরশুমের শেষের দিক থেকে নাকি তার সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছিল ওডিশা এফসি। কথাবার্তা বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এক বছরের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী চুক্তি চেয়েছিলেন লিস্টন। তার সমস্ত দাবি নাকি মেনে নিয়ে গেম টাইম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওডিশা।

যতদূর খবর, আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে এই তারকা ফুটবলারের নাম। এক বছর সবুজ-মেরুন জার্সিতে সফল হলেও পরবর্তীকালে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি আশিক। সেকারণে এবার দল বদলের পথে কুরুনিয়ান। যতদূর খবর বার্ষিক ২.২ কোটি টাকার বিনিময়ে এবার অন্য দলে যেতে চলেছেন এই তারকা।

একটা সময় সালগাওকর থেকে উঠে এসেছিলেন লিস্টন কোলাসো। অনূর্ধ্ব ১৮ দল থেকেই পরবর্তীতে এফসি গোয়ার হয়ে আইএসএল খেলার সুযোগ পান আশিক। তারপরে হায়দরাবাদ এফসি। সেখান থেকেই গত ২০২১-২২ মরশুমে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান। প্রথমবার পারফরম্যান্স ভালো হলেও আর সেভাবে খেলতে পারেননি এই গোয়ান ফুটবলার। যারফলে, এবার নিজের পারফরম্যান্স ফেরানোর জন্য যোগ দিতে চলেছেন ওডিশা এফসিতে।