Mirchi Agni: অগ্নির বিতর্কিত ভিডিও প্রসঙ্গে ‘বিস্ফোরক’ প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসেন

বৃহস্পতিবার থেকেই নেটমাধ্যমে ঘোরাফেরা করছে মিরচি অগ্নির (Mirchi Agni) একটি বিতর্কিত ভিডিও। যেখানে একটি মাধ্যমের তরফ থেকে ময়দানের অন্যতম দুই প্রধানের ফুটবল কেন্দ্রীক একটি অনুষ্ঠানের…

Mehtab Hossain Speaks Out on 'Explosive' Mirchi Agni Video Controversy

বৃহস্পতিবার থেকেই নেটমাধ্যমে ঘোরাফেরা করছে মিরচি অগ্নির (Mirchi Agni) একটি বিতর্কিত ভিডিও। যেখানে একটি মাধ্যমের তরফ থেকে ময়দানের অন্যতম দুই প্রধানের ফুটবল কেন্দ্রীক একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ পায়। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় একাধিক প্রভাবশালী ব্যক্তিবর্গকে।

সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়েই মূলত আলোচনা চলতে থাকে। সেখানেই হঠাৎ করে দেখা যায় একটি নিন্দনীয় মুহূর্ত। লাখো মানুষের আবেগ জড়িত লাল-হলুদ জার্সিতে বার্নাল ঘষতে দেখা যায় এক জনপ্রিয় ব্যক্তিকে। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

সঞ্চালকের পাশাপাশি আমন্ত্রিত ব্যক্তির তরফে এমন আচরণ দেখে মেজাজ হারাতে শুরু করেন লাল-হলুদ সমর্থকরা। বছরের পর বছর ধরে যেই ক্লাবকে কেন্দ্র করে এত আবেগ ও ভালোবাসা জড়িয়ে রয়েছে সমর্থকদের, সেই ক্লাবের জার্সি নিয়েই কিনা এমন আচরণ ! সময়ের সাথে সাথে ক্রমশ নিন্দার ঝড় বইতে শুরু করে সর্বত্র। এই নিয়ে পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যক্তিবর্গদের তরফ থেকে নেট মাধ্যমে ক্ষমা চাওয়া হলেও জার্সির এমন অসন্মান কিছুতেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। এমনকি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের ও বেশকিছু সমর্থকদের।

এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব। এবার সেই প্রসঙ্গেই সুর সপ্তমে চড়ালেন ইস্টবেঙ্গল দলের প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসেন। তিনি বলেন, ইস্টবেঙ্গল দলের জার্সি পাওয়া সহজ কাজ নয়। অনেক সাধনার পর ইস্টবেঙ্গল -মোহনবাগান দলের জার্সি গায়ে ওঠে। সবাই এটির মর্ম বুঝবে না। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নিজেদের সফল করে তোলার জন্য এগুলো কখনোই সমর্থন করা যায় না। এগুলো অতি দ্রুত বন্ধ করা দরকার। দলের জার্সিকে নিয়ে লাখো লাখো সমর্থকদের আবেগ ও ভালোবাসা জড়িয়ে থাকে। কখনোই সেখানে আঘাত করা উচিত নয়। সমাজে একে অপরকে সম্মান দিলেই, সম্মান পাওয়া যায়। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কখনোই কোনো দলের জার্সিকে অপমান করা কখনোই সমর্থনযোগ্য নয়।