BJP: প্রথম দফাতেই জোর ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসে ফিরলেন ২ হেভিওয়েট

একদিকে যখন লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ উত্তপ্ত, অন্যদিকে সেখানেই, ভোটের প্রথম দফাতেই জোর ধাক্কা খেল পদ্ম শিবির৷ বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিজেপির…

PM Narendra Modi

একদিকে যখন লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ উত্তপ্ত, অন্যদিকে সেখানেই, ভোটের প্রথম দফাতেই জোর ধাক্কা খেল পদ্ম শিবির৷ বিজেপি (BJP) ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিজেপির দুই প্রাক্তন বিধায়ক মালিকায়া গুট্টেদার এবং শারদা মোহন শেট্টি৷ শুক্রবার হাত শিবিরের হাত ধরেন তাঁরা৷

এই মালিকায়া গুট্টেদার হলেন আফজলপুরের ৬ বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীও৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি। সূত্রের খবর, খাড়গে পুত্র প্রিয়াঙ্ক খাড়গে তাঁকে দলে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ 

অন্যদিকে, শারদা মোহন শেট্টি ২০১৩-২০১৮ পর্যন্ত কুমতার বিধায়ক ছিলেন৷ তবে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে তিনি টিকিট না পাওয়ায় বিজেপিতে (BJP) চলে গিয়েছিলেন বলে জানা যায়৷

মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া, ডেপুটি ডি কে শিবকুমার এবং প্রিয়াঙ্ক খাড়গে এই দুই নেতাকে দলে স্বাগত জানান৷ সিদ্দারামাইয়া জানান, মালিকায়া গুট্টেদার ‘pro-social justice’ হওয়ার কারণে বেশিদিন যে বিজেপিতে (BJP) থাকবেন না তা তিনি জানতেন৷