Odisha FC: পিছিয়ে থেকেও কেরালার বিপক্ষে সহজ জয় ওডিশার

এবার এগিয়ে থেকেও জয় এল না কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার রাতে কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের প্লে-অফের লড়াই করতে নেমেছিল ইভান…

Odisha FC Kerala Blasters

এবার এগিয়ে থেকেও জয় এল না কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার রাতে কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের প্লে-অফের লড়াই করতে নেমেছিল ইভান ভুকমানোভিচের ছেলেরা। প্রতিপক্ষ হিসেবে ছিল সার্জিও লোবেরার ওডিশা এফসি (Odisha FC)। সম্পূর্ণ সময় শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।

শুক্রবার ওডিশার হয়ে গোল করেন যথাক্রমে ব্রাজিলিয়ান ফুটবলার দিয়াগো মরিসিও এবং ভ্যানলাল রুয়াতফেলা। এই জয়ের ফলে এবার ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে পৌঁছে গেল ওডিশা ফুটবল দল। এবার তাদের প্রতিপক্ষ অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপারজায়ান্টস।

উল্লেখ্য, প্রথমার্ধে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ফেডর। তারপর থেকেই চাপ বাড়াতে শুরু করে সার্জিও লোবেরার ছেলেরা। তবে প্রত্যেকবারই প্রতিপক্ষের অভেদ্য রক্ষণভাগে আটকে যেতে হচ্ছিল তাদের। কিন্তু তা শেষ পর্যন্ত বজায় থাকেনি। নির্ধারিত ৯০ মিনিটের কিছু সময় আগেই গোল করে দলকে সমতায় আনেন মরিসিও। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সাকাইদের কাছে। তারপর ম্যাচের অতিরিক্ত সময় আসে দ্বিতীয় গোল। আর ম্যাচের ফেরা সম্ভব হয়নি কেরালার।

আগামী ২৩ এপ্রিল নিজেদের হোমগ্রাউন্ড কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের বিপক্ষে খেলতে নামবে রয়কৃষ্ণারা। সেমিফাইনালের এই প্রথম লেগে জয় পেয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে দুই ফুটবল ক্লাবের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা কিন্তু বলাই চলে। তারপর আগামী ২৮ শে এপ্রিল সেমিফাইনালের দ্বিতীয় লেগ। যেটি আয়োজিত হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচেই ভাগ্য নির্ধারিত হবে দুই ফুটবল ক্লাবের। ‌ পুরনো সমস্ত কিছু ভুলে এবার আইএসএল জয়ের দিকেই নজর রয়েছে ওডিশার। অন্যদিকে, গতবারের মত এবারও ট্রফি জয় লক্ষ্য সবুজ-মেরুনের।