SSC : ‘হাইকোর্টে তৃণমূলের মুখোশ খুলে গেছে’, ‘বিচার’ চাইলেন দিলীপ ঘোষ

কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মুখোশ খসে পড়েছে। অন্ধকারে যুব সমাজের ভবিষ্যত। শিক্ষক নিয়োগে (SSC) দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এভাবেই সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। …

SSC : 'হাইকোর্টে তৃণমূলের মুখোশ খুলে গেছে', 'বিচার' চাইলেন দিলীপ ঘোষ

কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মুখোশ খসে পড়েছে। অন্ধকারে যুব সমাজের ভবিষ্যত। শিক্ষক নিয়োগে (SSC) দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এভাবেই সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

সামাজিক মাধ্যমে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘সরকারি চাকরিতে ব্যাপক অবৈধ চাকরি দেওয়ার ঘটনায় তৃণমূলের আসল রূপ বেরিয়ে এসেছে। হাইকোর্টে ওদের মুখোশ একেবারে খুলে গেছে। ৫৭২ জনের নিয়োগকে খারিজ করে দিয়েছেন বিচারপতি। তাদের বেতনও উদ্ধার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ 

দিলীপ আরও বলেছেন, ‘ যুবসমাজের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো এবার কি প্রশ্ন করবেন তাঁর দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের ? আমরা বিচার চাই। এবং এর পিছনে তৃণমূলের সে নেতা, মন্ত্রীদের হাত রয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’ 

Advertisements

উল্লেখ্য, ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতার উচ্চ আদালত। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। অবিলম্বে বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে বেতন এখন অবধি দেওয়া হয়েছিল, তা উদ্ধার করার জন্য জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে. বাগের কমিটিকে আগামী ১৪ই ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।