Taliban 2.0: তালিবান জঙ্গি আমলে ভয়াবহ খাদ্য সংকট, সন্তান কিডনি বিক্রির ধুম

Taliban militants are taking underage girls as sex slaves

তালিবান (Taliban 2.0) শাসিত আফগানিস্তানের ভয়াবহ খাদ্য সংকট তথ্য তুলে ধরলো রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। খাদ্যের জন্য আফগানিরা তাদের শিশুদের বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে বিক্রি করছেন শরীরের নানা অঙ্গ।  

ডব্লিউএফপি (WFP) প্রধান ডেভিড বেসলি জানিয়েছেন, আফগানিস্তানের অর্ধেক মানুষ অনাহারে ভুগছেন। এই সংকটময় মুহুর্তে দেশটিতে ত্রাণের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহায়তার আহ্বান জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান বহু বছর ধরে সংঘাত ছাড়াও খরা, মহামারি এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখে। 

   

দেশটির ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছে। এই শীতে দেশটির অর্ধেক জনসংখ্যার বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। এছাড়া চলতি বছরে ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। 

আফগানিস্তান বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। দেশটির ৪ কোটি মানুষের মধ্যে দুই কোটি ৪০ লাখ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে।  

ডেভিড বেসলি বলেন, আফগান নারীরা তাদের মেয়েকে অন্য পরিবারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছেন এই আশায় যে, তারা তাকে ভাল খাওয়াতে পারবে। 

গত বছরের অগাস্টে প্রায় ২০ বছর পর ফের আফগানিস্তান দখল করে দেয় তালিবান জঙ্গিরা। এরপর দেশটিতে বিদেশি সহায়তা প্রায় বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন