পার্থ-কুণালের ভালোবাসার সম্পর্ক: সুকান্ত

পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত হতেই তীব্র বিতর্কিত মন্তব্য করে বসেন কুণাল ঘোষ৷ তাঁর সেই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়৷ ১৪ দিনের কুণাল ঘোষকে সেন্সর…

পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত হতেই তীব্র বিতর্কিত মন্তব্য করে বসেন কুণাল ঘোষ৷ তাঁর সেই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়৷ ১৪ দিনের কুণাল ঘোষকে সেন্সর করা হয়৷ এবার কুণাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়কে একযোগে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, কুণালবাবু আর পার্থবাবুর বিশেষ ভালোবাসার সম্পর্ক, সেই জন্য একে অপরকে বলেন। যখন কুণালবাবু জেলে গিয়েছিলেন তখন পার্থবাবু দিয়েছিলেন, এখন পার্থ বাবু জেলে আছেন আর কুণালবাবু পুষিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের পরে কুণাল ঘোষ বলেন, পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন। আমার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা থেকে বলছি, যেন ওনাকে কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়। এই মন্তব্য তাঁর ব্যক্তিগত বলে দাবি করেন কুণাল৷ কিন্তু বিরোধী কড়া বাক্যবাণের মুখে তাঁকে পড়তে হবে এটা ভালো করেই জানতেন৷

একইসঙ্গে এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, মঞ্চে দাঁড়িয়ে বলছি অসিত চোর, তপন চোর, তৃণমূলের সবাই চোর। চুরি করুন অসুবিধা নেই। হিসেবটা যখন বেশি হয়ে যাবে তখন ইডি চলে আসবে বাড়িতে। চিন্তা নেই আমরা পাঠিয়ে দেব। অনুব্রত মণ্ডলকে আবার ডেকেছে। যাবনা বলছে। যেতে তো তোমাকে হবেই। আমি কথা দিচ্ছি এমন আতিথেয়তা করবে ইডি তোমার আর ফিরতে ইচ্ছে করবে না।

সরাসরি শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে সুকান্তর বার্তা, সবে একজন ভিতরে গেছে। আরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আমাদের বিরোধী দলের লোকেরা যে সমস্ত কথা বলছে সেটিং এর তত্ব নিয়ে আসছে, আমি বলছি ১৫ দিন অপেক্ষা করুন কি ভয়ঙ্কর সেটিং হয়েছে তা দেখতে পাবেন।

বাম নেতাদের ‘সেটিং’ তত্ত্বের জবাবে সুকান্ত বলেন, সোনিয়া গান্ধী আর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে ইডি গেল সেদিন সীতারাম ইয়েচুরি বলতে লাগলেন ইডির অপব্যবহার হচ্ছে। সিপিএম ও তৃণমূলের ফিস ফ্রাই জোট। এরা পর্দার আড়ালে থাকে এটা হল আসল সেটিং আর আমাদের কোন সেটিং হতে পারে না কারণ আমাদের ২০০ জন কার্যকর্তা বলিদান দিয়েছে।