বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে শিল্প: বাম সুরে বললেন রামভক্ত সুকান্ত

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যেখানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), রাজ্যপাল থেকে শুরু করে উপস্থিত হয়েছেন শিল্পপতিরা। এরই মধ্যে হুগলির সিঙ্গুরে টাটা মোটরসের পরিত্যক্ত জমি থেকে রাজ্য…

sukanta mazumdar

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যেখানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), রাজ্যপাল থেকে শুরু করে উপস্থিত হয়েছেন শিল্পপতিরা। এরই মধ্যে হুগলির সিঙ্গুরে টাটা মোটরসের পরিত্যক্ত জমি থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্যের শিল্পনীতি নিয়ে প্রশ্ন তুললেন। তাঁর দাবি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প।

বাম জমানায় সিঙ্গুরে টাটা মোটরস কারখানার জন্য জমি অধিগ্রহণ ঘিরে তীব্র বিতর্ক হয়। সেই আন্দোলনের জের ও পরবর্তী নন্দীগ্রামের আন্দেলনের ধাক্কায় সরকারের পতন হয়। তৃণমূল কংগ্রেসের আন্দোলনের চাপে চলে যেতে বাধ্য হয়েছিল টাটা সংস্থা। সিঙ্গুরের জমি সেই থেকে পড়ে রয়েছে। তাতে না আছে শিল্প, আর না আছে চাকরি।

সেই সিঙ্গুরের জমিতে ফের একবার শিল্পের দাবি করল বিরোধী দল বিজেপি। পাঁচ মাস আগে এই সিঙ্গুরে মঞ্চ করে, শিল্পের ডাক দিয়ে তিনদিনের ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি।

এদিন সিঙ্গুরে গিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপি সরকার আসুক, যদি কৃষকরা এখানে শিল্প করতে চান, আমরা শিল্পের পক্ষপাতী। আমরা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি, ১ বছরের মধ্যে এই জমিতে শিল্প করে দেখাব। আমি শিল্পপতি ডেকে আনব। বিনিয়োগকারী আছে।

সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি জানিয়েছেন, ২০২৬ পর্যন্ত তো আসার গল্প নেই! ২০২৬ এর পর আরও বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। এসব গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, রূপকথা। পশ্চিমবঙ্গে বিজেপি কোনদিন ক্ষমতায় আসবে না।