Bangladesh: ছাত্র ব্যবসায়ী টানা সংঘর্ষের পর ফের উত্তপ্ত ঢাকায় পরপর বোমা পড়ল

ফের গরম বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার নিউমার্কেট। সোমবার রাত থেকে বচসা ঘিরে সংঘর্ষের জেরে মঙ্গলবার দিনভর ভয়াবহ পরিস্থিতি ছিল এই এলাকার। পরে পরিস্থিতি একটু ঠান্ডা…

ফের গরম বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার নিউমার্কেট। সোমবার রাত থেকে বচসা ঘিরে সংঘর্ষের জেরে মঙ্গলবার দিনভর ভয়াবহ পরিস্থিতি ছিল এই এলাকার। পরে পরিস্থিতি একটু ঠান্ডা হয়। বুধবার বিকেল থেকে আবার উত্তেজনা জনবহুল এই বাজারে।

ঢাকা কলেজের সামনে মুহুর্মুহু ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  পরপর ৬টি ককটেল বিস্ফোরণ হয়। এর জেরে আতঙ্ক। নিউমার্কেট এলাকায় ফের ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্ররা মুখোমুখি। সংঘর্ষ থামাতে বিরাট পুলিশ বাহিনী নেমেছে।

   

ঈদ উপলক্ষে বাজারে ভিড় সোমবার রাত থেকে উধাও। সংঘর্ষে বহু দোকান পুড়ে ছাই। সংঘর্ষের মাঝে পড়ে জখম হয়ে নাহিদ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে একজনের। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত গত ১৮ এপ্রিল রাতে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে। পরদিন মঙ্গলবার থেমে থেমে দিনভর সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাংবাদিক ও পড়ুয়া সহ অর্ধশতাধিক আহত হন।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে সংঘর্ষ থামানো হবে। পরিস্থিতি বিপজ্জনক বুঝে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি বিশেষ নির্দেশে ঢাকা কলেজে আগাম ছুটি ঘোষণা করেন। ছাত্রদের কলেজ হোস্টেল ছাড়তে বলা হয়। এর প্রতিবাদে কলেজে চলছে বিক্ষোভ।