Sudan Crisis : আতঙ্কিত সুদান ফেরত ভারতীয়রা‌ জানাচ্ছে কী ?

গৃহযুদ্ধে রক্তাক্ত সুদান (Sudan Crisis) । সেনা-আধাসেনার সংঘর্ষে সাঙ্ঘাতিক অবস্থা দেশের নাগরিকদের। সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। পাঁচশোর বেশি ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে সেনা বিমান ও জাহাজে।

Operation Kaveri: Indian government's mission to evacuate citizens from war-torn Sudan

গৃহযুদ্ধে রক্তাক্ত সুদান (Sudan Crisis) । সেনা-আধাসেনার সংঘর্ষে সাঙ্ঘাতিক অবস্থা দেশের নাগরিকদের। সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। পাঁচশোর বেশি ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে সেনা বিমান ও জাহাজে।

সুদান থেকে নিরাপদ স্থানে ফিরেই তাঁরা তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সুদান ফেরত অনেক ভারতীয়ই এখন ট্রমায় আছেন।সুদানে প্রায় তিন হাজার ভারতীয়ের বাস।

বিদেশমন্ত্রকের খবর অনুযায়ী, বেশিরভাগ ভারতীয় খার্তুমে বসবাস করেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের মিশন ‘অপারেশন কাবেরী’। সেনা বিমান ও জাহাজে চাপিয়ে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলি থেকে প্রায় ৫৩০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সৌদি আরবের জেড্ডায়।

বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সুদানে বসবাসকারী ভারতীয়দের ফেরানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলিতে (Sudan Crisis) আটকে পড়া ভারতীয়রা এই গ্রুপের মাধ্যমেই যোগাযোগ করছেন।

বুধবার রাতে জেড্ডা থেকে ৩৬০ জনকে দিল্লি আনা হয়েছে। দেশে ফিরেই অনেকে তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। খার্তুমের একটি কর্পোরেট সংস্থার এক ভারতীয় কর্মী বলেছেন, আধাসেনার বাহিনী তাঁদের অফিসে ঢুকে লুটপাট চালায়। কর্মীদের মাথায় ও বুকে বন্দুক ঠেকিয়ে টাকাপয়সা, মোবাইল ফোন, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়।

বিগত তিন থেকে চারদিন অফিসেই ছিলেন তাঁরা। বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, খাবার-জল ছিল না। কোনোভাবে ভারতীয় দূতাবাসে খবর পৌঁছে দেওয়া হয়। তারপর ভারতীয় সেনার বিমান এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।

প্রসঙ্গত, ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতির মধ্যেই নতুন করে সেনা-আধাসেনা লড়াই শুরু হয়েছে সুদানে। জল নেই, খাবার নেই। গৃহবন্দি হয়ে কাটাতে হচ্ছে মানুষজনকে। ২০টিরও বেশি শিশু মৃত্যু হয়েছে দেশে। শয়ে শয়ে আহত শিশু ভর্তি হাসপাতালে।